সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ।। ১১ কার্তিক ১৪৩২ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘এমপি-মন্ত্রী হলেও সবসময় নিজেকে ইসলামের খাদেম মনে করি’ সরকারি জাকাত ফান্ডে টাকা প্রদানের অনুরোধ ‘মাদরাসাগুলো থেকে আলেমের পাশাপাশি যোগ্য জনবল তৈরি হোক’ বরগুনার ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের বিএনপিতে যোগদানের খবরটি মিথ্যা নবীজির জীবনাদর্শ অনুসরণে জীবন আলোকিত হবে: ধর্ম উপদেষ্টা বাংলাদেশ-পাকিস্তান একে অপরকে সহযোগিতা করে যাবে–ড. ইউনূসকে জেনারেল সাহির ‘আলেম সমাজকে প্রকৃত ভূমিকা পালনে অগ্রণী হতে হবে’ ভাগ্যের পরিবর্তন চাইলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে: শায়খে চরমোনাই মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পথচারীর মৃত্যু, কারণ অনুসন্ধানে কমিটি গঠন ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেই নির্বাচনের দাবি গণঅধিকার পরিষদের

ভারতকে চীনের হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

chin_indiaআওয়ার ইসলাম: ৩ চীনা সাংবাদিকের ভিসার মেয়াদ বাড়াতে রাজি না হওয়ায় ভারতকে হুমকি দিল চীন। বেইজিং বলেছে, যদি এনএসজি-তে ভারতের সদস্যপদের বিরোধিতা করার জন্য ভারত এমন কঠোর মনোভাব দেখায়, তাহলে দিল্লিকে তার ফল ভুগতে হবে।

চীনা সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’-এ সম্পাদকীয়তে হুঁশিয়ারি দেয়া হয়েছে, শোনা যাচ্ছে, পরমাণু সরবরাহকারী গোষ্ঠী বা এনএসজি-তে ভারতের প্রবেশের চেষ্টা চীন রুখে দেয়ায় এভাবে বদলা নিচ্ছে দিল্লি। তাই যদি হয়, ভারতকে তার ফল ভুগতে হবে।

ভারত যেভাবে চীনের সরকারি সংবাদসংস্থা ‘জিনহুয়া’-র তিন সাংবাদিকের ভিসা বাড়াতে অস্বীকার করেছে, তাতে ওই সাংবাদিকদের বহিষ্কার করা হয়েছে বলে মনে করছে বিদেশি সংবাদমাধ্যম। এই অভিযোগ করে ‘গ্লোবাল টাইমস’ বলেছে, কেন সাংবাদিকদের ভিসা বাড়ানো হল না, তার কোনো সরকারি কারণ দেখায়নি দিল্লি।

কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ওই সাংবাদিকরা বেনামে দিল্লি ও মুম্বইয়ে বিশেষ কয়েকটি দফতর সম্পর্কে গুপ্তচরবৃত্তির চেষ্টা করছিলেন। নির্বাসিত তিব্বতী আন্দোলনকারীদের সঙ্গেও তারা দেখা করেন বলে শোনা যাচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে ওঠা চরবৃত্তির অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি ওই সংবাদপত্রের। দিল্লি যেভাবে ওই সাংবাদিকদের ভারতে কাজ করতে দিতে অস্বীকার করেছে, তা ‘সস্তা’ বলে মন্তব্য করেছে তারা। তাদের দাবি, চীনাদের ভিসা দিতে বরাবরই ঝামেলা পাকায় দিল্লি। উল্টে বেইজিং নাকি সহজেই ভিসা দেয় ভারতীয়দের।

ওই সংবাদপত্রের পরামর্শ, এবার থেকে বেইজিংও ভারতীয় নাগরিকদের বুঝিয়ে দিক, চীনা ভিসা পাওয়া অত সহজ নয়। তাদের দাবি, ভারত মনে করছে, আঞ্চলিক ও বিশ্বশক্তি হিসেবে তাদের যতটা মর্যাদা প্রাপ্য, চীন তাদের ততটা দিচ্ছে না। তাই এমন পদক্ষেপের মাধ্যমে উষ্মাপ্রকাশ করছে তারা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ