মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


আটক আছে ২ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sena copyআওয়ার ইসলাম ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক বলেছেন, গুলশানে গত শুক্রবার রাতের সন্ত্রাসী হামলার ঘটনায় সংশ্লিষ্টতার সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।

আজ তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তবে এদের নাম-পরিচয় জানাননি ‍তিনি। তিনি বলেন, এদের বিরুদ্ধে মামলা আজই করা হবে, এর পর তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

শহিদুল হক বলেন, সন্দেহভাজনদের সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে, তাদের পরিচয় জানা যাচ্ছে, কিন্তু সব তথ্য এখনো যাচাই বাছাই করা যায় নি। জঙ্গিদের পরিবারগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত পুলিশের সাথে কোন যোগাযোগ করা হয় নি। এ জন্য তদন্তকারী কর্মকর্তা সন্দেহভাজনদের পরিবারের সাথে যোগাযোগ করবে বলেও জানান তিনি।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর