শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৯ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
ফরিদপুরে বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলের দাবি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় যে ফলগুলো খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই 

জাপানে মুসলিমদের ওপর নজরদারির পক্ষেই রায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

20952_japanআওয়ার ইসলাম ডেস্ক : মুসলিম সম্প্রদায়ের ওপর ব্যাপক নজরদারির পক্ষেই রায় দিয়েছে জাপানের সুপ্রিম কোর্ট। এর আগে গোপনে মুসলিমদের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর পুলিশ নজরদারি করছে বলে বেশ কিছু ফাইল ফাঁস হয়। এর রেশ ধরে জাপানি ১৭ ইসলামি নেতার একটি গ্রুপ সরকারের বিরুদ্ধে তাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নেয়। সে মামলায় সরকারের পক্ষেই রায় যায়। এ নিয়ে আপিল করে মুসলিমরা। দ্বিতীয় আপিলেও তারা হেরে যান।

অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, ২০১০ সালে পুলিশের ১১৪টি ফাইল ফাঁস হয়। তাতে বলা হয়, পুলিশ গোপনে জাপানি মুসলিমদের ওপর ব্যাপকহারে নজরদারি করছে। তাদের প্রার্থনাগার, হালাল রেঁস্তোরা, ইসলাম সংশ্লিষ্ট সংগঠনের ওপর এ নজরদারি করা হচ্ছে।

এসব তথ্য ফাঁস হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বের ২০টি দেশে ফাইল শেয়ারিংয়ের মাধ্যমে ওই ফাইলগুরো ডাউনলোড হয় ১০ হাজার বারেরও বেশিবার। জাপানে মুসলিমদের ওই গ্রুপটি সরকারের বিরুদ্ধে আবেদন করেছিল তার বেশির ভাগই মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের। পুলিশের এমন নজরজারির বিরুদ্ধে লড়ছেন ১৭ জন ধর্মীয় নেতা। তার একজন মোহাম্মদ ফুজিতা। তিনি ২০ বছর আগে ইসলাম গ্রহণ করেছেন। তিনি জাপানের নাগরিক। তিনি বলেন, পুলিশ আমাদেরকে সন্দেহজনক সন্ত্রাসী বানিয়ে ফেলেছে। আমরা তো কোন অন্যায় কাজ করি নি কখনো। তবে তারা যা-ই বলুন, ৩১শে মে তাদের দুটি আপিলই চূড়ান্তভাবে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

ওদিকে গোপনীয়তা রক্ষার অধিকার লঙ্ঘনের দায়ে ওইসব ধর্মীয় নেতাকে ৯ কোটি ইয়েন ক্ষতিপূলণ দেয়া হয়েছে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ