শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

কাবার পাশে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sheikh-hasin_8259বিশেষ প্রতিবেদক : দুই পবিত্র মসজিদের (কাবা ও মসজিদে নববী) নিরাপত্তার প্রয়োজনে সৌদি আরবে সেনা পাঠাবে বাংলাদেশ। সৌদি আরব সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করে দাখিল করা একটি প্রতিবেদনে এ কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে বেলা দেড়টায় সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এর আগে বেলা ১১টায় জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত ৩ থেকে ৭ জুন প্রধানমন্ত্রী সৌদি আরব সফর করেছেন। এ সফরে বাংলাদেশের বড় অর্জন রয়েছে। বাংলাদেশ থেকে সৌদি আরব আগামীতে পাঁচ লাখ শ্রমিক নেবে। বাংলাদেশি শ্রমিক এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে চুক্তি (আকামা) বদল করে কাজের সুযোগ পাবেন।

সচিব বলেন, সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশা সালমানসহ শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে দুই পবিত্র মসজিদের নিরাপত্তার প্রয়োজনে বাংলাদেশের সেনাবাহিনী পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।

আজকের মন্ত্রিসভার বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় এবং ব্রিফিং অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন ২০১৬–এর খসড়ার চূড়ান্ত অনুমোদন হয়েছে। সচিব বলেন, এত দিন দেশে বিএনসিসির কোনো আইনি কাঠামো ছিল না। নতুন এই আইনের আওতায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর গঠন করা হবে। এর প্রধান হবেন মহাপরিচালক এবং প্রতিরক্ষা সচিবের নেতৃত্বে উপদেষ্টা কমিটি থাকবে।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / ওএস


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ