 আওয়ার ইসলাম ডেস্ক : পবিত্র রমজান এলেই উৎসব মুখর পরিবেশ বিরাজ করে মক্কা-মদিনায়। রমজানের প্রতিদিন দুই লাখ ৫০ হাজার জনের ইফতার আয়োজন করে দেশটির ধনাঢ্যরা। সূত্র : আরব নিউজ
আওয়ার ইসলাম ডেস্ক : পবিত্র রমজান এলেই উৎসব মুখর পরিবেশ বিরাজ করে মক্কা-মদিনায়। রমজানের প্রতিদিন দুই লাখ ৫০ হাজার জনের ইফতার আয়োজন করে দেশটির ধনাঢ্যরা। সূত্র : আরব নিউজ
আরব্য সংস্কৃতির ঐতিহ্যে এই ধারাবাহিকতা শত বছর যাবত চলছে। মক্কা মদিনার পথে প্রান্তরে অতিথি, মুসল্লিদের জন্য এই আয়োজন করা হয়।শিশু-কিশোররা্ ইফতার বিতরণে বেশ আনন্দ উপভোগ করেন। প্রতিদিন আসরের নামাজের পর থেকে শুরু হয় ইফতারের পরিবেশনের প্রস্তুতি। সাধারণত মসজিদের ভেতর খেবচা (সৌদিআরবের জাতীয় খাবার) প্রবেশ করতে দেয়া হয় না, খাবারের মধ্যে থাকে, খেজুর, লেবান, টক দই, শরবত, ফল, লাচ্ছি, রুটি, চা, কফি, গাহওয়, আর তৃষ্ণা নিবারনে থাকে জমজমের পানি। আর মসজিদের বা্ইরের ময়দানে থাকে খেবসা (সৌদিআরবের জাতীয় খাবার) সহ উপরোক্ত আইটেমগুলো।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা নবি প্রেমীদের আপ্যায়নে দুপুর থেকে শুরু হয় ইফতার বানানোর কাজ, কেউ নিজ বাড়িতে, কেউ রেস্টুরেন্ট থেকে ইফতার বানিয়ে পরিবেশন করেন। তবে এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিরাও পিছিয়ে নেই।
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /এইচএ
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        