রবিবার, ১৯ মে ২০২৪ ।। ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ১১ জিলকদ ১৪৪৫


ভোটে হেরে খুলে নিলেন মসজিদের ফ্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

member_15653_1465481029ডেস্ক রিপোর্ট : ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে যাওয়ার পর মসজিদে দান করা একটি বৈদ্যুতিক পাখা (ফ্যান) খুলে নিলেন মেম্বার প্রার্থী হাসান আলী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে।

পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সালন্দর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন তিনি। তার বাড়ি সালন্দার আরাজি শিংপাড়া গ্রামে।

জানা যায়, ডাংগাপাড়া গ্রামের একটি মসজিদে ইউপি সদস্য প্রার্থী (তালা প্রতীক) হাসান আলী ফ্যান কিনে দেন।  কিন্তু ওই গ্রামে আশানুরূপ ভোট না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে মসজিদ থেকে ফ্যানটি খুলে নিয়ে যান তিনি।

এ ঘটনায় এলাকার আলেম সমাজের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। মর্মাহত হয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরাও। পার্শবর্তী বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. নুর ইসলাম বলেন, যে মসজিদ কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো বস্তু দান করে ফেরত নেয় তিনি বমি করে বমি ভক্ষণকারী কুকুরের সমতুল্য।

এ বিষয়ে পরাজিত মেম্বার প্রার্থী হাসান আলী বলেন, যে আশায় ফ্যান দিয়েছিলাম তা পূরণ হয়নি। তাই ফ্যান ফিরিয়ে নিয়েছি।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ