রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ।। ১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
হারাম সম্পর্ক, অন্ধকারের গোলকধাঁধা থেকে হালাল ভালোবাসার আলো  হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর জ্ঞানই শিক্ষার্থীদের মূল শক্তি: ডিসি মাসুদ গণতন্ত্রের লড়াইয়ে মওলানা ভাসানী পথপ্রদর্শক: তারেক রহমান ‘একটি সফল ইসলামি বিপ্লবের জন্য সংগঠনকে শক্তিশালী করার বিকল্প নেই’ আপত্তির মুখে ইসলামী ঐক্যজোটের একাংশকে বের করে দিলো ইসি হাসিনার রায়ের দিন আ.লীগ ঠেকাতে মাঠে থাকবে ৮ দল সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন: সিইসি শীতের শুরুতেই নিত্যপণ্যের লাগামহীন দাম: পেঁয়াজ–সবজিতে নাজেহাল পরিবারগুলো উত্তাল মেক্সিকো, রাষ্ট্রপতি ভবনে ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের

এসএসসিতে ইসলামী শিক্ষা বাদ, খোকামনিদের নিয়ে নতুন ষড়যন্ত্র: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এসএসসি পরীক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষা বাদ দেওয়ার সিদ্ধান্তকে গভীর চক্রান্তের অংশ হিসেবে দেখছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, এ সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। এসএসসিতে ইসলামী শিক্ষা বাদ দিয়ে খোকামনিদের নিয়ে নতুন ষড়যন্ত্র হচ্ছে।

রবিবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন। চরমোনাই পীর বলেন, এসএসসির মত গুরুত্বপূর্ণ একটি পাবলিক পরীক্ষায় ধর্মীয় শিক্ষা না থাকলে জাতীয়ভাবে তার গুরুত্ব থাকে না। পাকিস্তান আমল থেকে শুরু করে এখন পর্যন্ত ধর্ম শিক্ষা পাবলিক পরীক্ষায় গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। তবে কাদের পরামর্শে পাবলিক পরীক্ষা থেকে তা বাদ দেওয়া হচ্ছে জাতি জানতে চায়।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, পাবলিক পরীক্ষায় ধর্ম শিক্ষা পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে। ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হবে। দেশের মাত্র শতকরা ৮/১০ ভাগ ছেলে-মেয়ে মাদরাসায় পড়ে। বাকি ৯০/৯২ ভাগ পড়ে স্কুলে।

শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী যদি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষাকে বাদ দেওয়া হয় তা হবে আমাদের শিক্ষিত যুব সমাজ ও নতুন প্রজন্মকে ইসলাম থেকে দূরে সরানো গভীর ষড়যন্ত্র। এ দেশের জনগণ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়ার ষড়যন্ত্র যেকোনও মূল্যে রুখে দেবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ