মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যারা ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে: ধর্ম উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব নির্বাচন কমিশনে খেলাফত মজলিসের ১৯ দফা প্রস্তাবনা ‘হাসিনাসহ পলাতক আসামিদের দেশে এনে রায় কার্যকর করুন’ হাসিনার রায় প্রমাণ করেছে এদেশে ফ্যাসিবাদের আর ঠাঁই হবে না: ইবনে শাইখুল হাদিস শীত ও মানসিক অসুস্থতা: রোগী পরিচর্যায় বিশেষ সতর্কতার আহ্বান রায় এবং সাজা মৌলিক সত্যকে পুনঃনিশ্চিত করেছে : প্রধান উপদেষ্টা হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে: হেফাজতে ইসলাম মানিকগঞ্জে ইসলামী ব্যাংকে আগুন আমরা সেদিনই শান্তি পাব, যেদিন চোখের সামনে হাসিনার মৃত্যুদণ্ড দেখব: নাহিদ

হাফেজ ছাত্রদের মান উন্নয়নে মারকাজুত তাহফিজ কোরআন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মানসম্মত হিফজখানা প্রতিষ্ঠার লক্ষে হাফেজ নেসার আহমদ নাছিরীর সম্পাদিত ও মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ ‘তাহফিজ কুরআন, তাহফিজ কায়দা, তাহফিজ আমপারা, তাহফিজ ইলমে তাজভীদ, তাহফিজ তথ্য বহি, একের ভিতর চার তাহফিজ খাতা প্রকাশ’ করেছে।

বৈশিষ্ট্যবলি- তাহফিজ কুরআনে কোথায় ওয়াকফ করলে সহিহ হবে সে চিহ্ন দেয়া আছে, কোথায় থেকে মিলিয়ে আনতে হবে সে চিহ্ন দেয়া আছে, কোন আয়াত গুলো কুরআনে কতবার কুরআনে এসেছে পারা পৃষ্ঠা নাম্বারসহ মার্ক করা আছে, কোন জায়গা থেকে ঘটনা শুরু, কোন জায়গায় শেষ প্রত্যেকটা মার্ক করা আছে।

হাফেজ নেসার আহমদ নাছিরী বলেন, আন্তর্জাতিক মানের হাফেজ হওয়ার জন্য তাহফিজ কুরআন অত্যন্ত কার্যকর। আমাদের মাদরাসার প্রায় অর্ধশত ছাত্র তাহফিজ কুরআন পড়ে বিভিন্ন রাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান সহ উত্তীর্ন হয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছে। ইতোমধ্যেই দেশ-বিদেশের হিফজ মাদরাসায় তাহফিজ কুরআন ছড়িয়ে পড়েছে এবং এ তাহফিজ কুরআনের ফায়দা সম্পর্কে দেশ বিদেশের হাফেজ আলেম ও কারীগন ভালো মতামত ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছেন।

তাহফিজ কায়দা তিন মাসের কোর্স, আমপারা তিন মাসের কোর্স, নাযেরা ৬ মাসের কোর্স। একজন ছাত্রর আলিফ, বা পড়া থেকে নাজেরা শেষ করে হিফজের উপযোগী হবে এক বছরে।

তাহফিজ কুরআন তাহফিজ সিলেবাস পেতে যোগাযোগ করুন- ০১৮৫৬১৭৬৪৮২, ০১৬৭৩৩২৪৮৮৭

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ