শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
শিশুর বারবার ঠান্ডা লাগা: কারণ ও প্রতিকার জানুন ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ কাউকে দেয়া হবে না: ধর্ম উপদেষ্টা বাংলাদেশে কেন একজন মাওলানা ফজলুর রহমান নেই, কেন হয় না! বড় হচ্ছে দুদকের পরিধি, কর্মকর্তাদের সম্পদ যাচাই বাধ্যতামূলক আগামী সপ্তাহে প্রবাসীদের ঠিকানায় যাচ্ছে পোস্টাল ব্যালট অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: উপদেষ্টা আসিফ খোদাদ্রোহী বাউল আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে : প্রেস সচিব শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে অন্তত ৩২ জনের মৃত্যু, নিখোঁজ ১৪ দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আল্লামা আহমদ শফী রহ. এর জানাজায় প্রত্যন্ত অঞ্চলের মুসল্লিদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি হাইয়াতুল উলইয়া ও বেফাকের সভাপতি ও জামিয়া আহলিয়া মুঈনুল ইসলাম হাটহাজারীর সদর মুহতামিম হেফাজতে আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর জানাজায় অংশ নিতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত মুসল্লির ঢল দেখা গেছে।

আগত একাধিক মুসল্লির অনুভূতি জানতে চাইলে আবেগআপ্লুত হয়ে চোখের কোনে জল মুছতেও দেখা যায়। অনেকেই অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেছেন, প্রয়াত এ বিশ্ববরেণ্য আলেমে দ্বীনের জানাজায় শরীক হতে পারা সৌভাগ্যের ব্যাপার।

আজ শনিবার সকাল ৮ টায় হাটহাজারীর মাদরাসা অভিমুখে যাত্রারত মুসল্লিদের মাঝে শোকাচ্ছন্ন চাপ দেখা গেছে। শেষবারের মতো একনজর দেখা ও যথাসময়ে জানাজায় অংশ গ্রহণ করার লক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত অধিকাংশ মুসল্লিরা হাটহাজারী বাসট্যান্ড থেকেই পায়ে হেটে পথচলছে।

জানাজায় আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত ও শান্তিপূর্ণভাবে জানাজা সম্পন্ন করার লক্ষে স্থানীয় পুলিশ বাহিনীর সাথে মোতায়েন করা হয়েছে র‍্যাব ও বিজিবির প্লাটুন। তাছাড়া পুলিশের কড়া নিরাপত্তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করেছে বলে জানা গেছে।

আজ দুপুর ২ টায় হাটহাজারীর মাদরাসা ময়দানে আল্লামা শাহ আহমদ শফীর নামাজে জানাজা ও জানাজা জামিয়ার কবরস্থানে দাফন কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গতকাল শুক্রবার রাজধানীর আজগড় আলী হাসপাতালে সন্ধ্যায় আল্লামা শাহ আহমদ শফী পরলোক গমন করেন। প্রয়াত এ মুসলিম উম্মাহর রাহবারকে হারিয়ে দেশ বিদেশে অবস্থানরত শুভাকাঙ্খী, মুরিদ ও শাগরিদ সহ সর্বমহল বিভিন্ন মাধ্যমেই গভীর শোক প্রকাশ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ