বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ।। ১২ কার্তিক ১৪৩২ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের ভালো সার্ভিস দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, প্রতিহত করা হবে: মাওলানা ইউসুফী বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ: রাষ্ট্রদূত মিলার শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ, অংশ নিচ্ছে ১২ দেশ যারা নির্বাচনের দিন গণভোট চায় তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায়: মিয়া গোলাম পরওয়ার মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট উদ্যোগে তাফসিরুল কুরআন মহাসম্মেলন খুলনা ২ আসনে হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ'র গণসংযোগ রাবি শিক্ষকের হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি নূরী আক্তারের উদ্যোক্তা হওয়ার গল্প জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায় অস্পষ্টতা: ইসলামী আন্দোলন

আল্লামা আহমদ শফী রহ. এর জানাজায় প্রত্যন্ত অঞ্চলের মুসল্লিদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি হাইয়াতুল উলইয়া ও বেফাকের সভাপতি ও জামিয়া আহলিয়া মুঈনুল ইসলাম হাটহাজারীর সদর মুহতামিম হেফাজতে আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর জানাজায় অংশ নিতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত মুসল্লির ঢল দেখা গেছে।

আগত একাধিক মুসল্লির অনুভূতি জানতে চাইলে আবেগআপ্লুত হয়ে চোখের কোনে জল মুছতেও দেখা যায়। অনেকেই অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেছেন, প্রয়াত এ বিশ্ববরেণ্য আলেমে দ্বীনের জানাজায় শরীক হতে পারা সৌভাগ্যের ব্যাপার।

আজ শনিবার সকাল ৮ টায় হাটহাজারীর মাদরাসা অভিমুখে যাত্রারত মুসল্লিদের মাঝে শোকাচ্ছন্ন চাপ দেখা গেছে। শেষবারের মতো একনজর দেখা ও যথাসময়ে জানাজায় অংশ গ্রহণ করার লক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত অধিকাংশ মুসল্লিরা হাটহাজারী বাসট্যান্ড থেকেই পায়ে হেটে পথচলছে।

জানাজায় আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত ও শান্তিপূর্ণভাবে জানাজা সম্পন্ন করার লক্ষে স্থানীয় পুলিশ বাহিনীর সাথে মোতায়েন করা হয়েছে র‍্যাব ও বিজিবির প্লাটুন। তাছাড়া পুলিশের কড়া নিরাপত্তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করেছে বলে জানা গেছে।

আজ দুপুর ২ টায় হাটহাজারীর মাদরাসা ময়দানে আল্লামা শাহ আহমদ শফীর নামাজে জানাজা ও জানাজা জামিয়ার কবরস্থানে দাফন কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গতকাল শুক্রবার রাজধানীর আজগড় আলী হাসপাতালে সন্ধ্যায় আল্লামা শাহ আহমদ শফী পরলোক গমন করেন। প্রয়াত এ মুসলিম উম্মাহর রাহবারকে হারিয়ে দেশ বিদেশে অবস্থানরত শুভাকাঙ্খী, মুরিদ ও শাগরিদ সহ সর্বমহল বিভিন্ন মাধ্যমেই গভীর শোক প্রকাশ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ