শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
রাশিয়া থেকে এক হাজার সেনার মরদেহ ফেরত পেল ইউক্রেন যৌথ বাহিনীর অভিযান: সারাদেশে আটক ২৯ জন কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা কেবল নেতা পরিবর্তন করতে জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দেয় নাই : শায়েখে চরমোনাই জুলাই চেতনার সাথে গাদ্দারি ইতিহাস ক্ষমা করবে না : নেজামে ইসলাম পার্টি  চাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা হক্কানী আলেমদের পরামর্শে রাজনৈতিক সিদ্ধান্ত জাতির জন্য কল্যাণকর: জমিয়ত আলোচনার মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল শনিবার ঢাকায় কচুয়ার উলামায়ে কেরামের মতবিনিময় সভা কুমিল্লার নূর মসজিদ মাদরাসায় একাধিক শিক্ষক নিয়োগ

পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তার মৃত্যু, তদন্ত কমিটি পুনর্গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফের শামলাপুর চেক পোস্টে পুলিশের গুলিতে এক সাবেক সেনা কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি পুনর্গাঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহে এলিদ মইনুল আমিন স্বাক্ষরিত এক আদেশে নতুন কমিটি গঠনের কথা জানানো হয়।

চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে আহ্বায়ক করে চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। কমিটিতে জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজারের এরিয়া কমান্ডারের একজন প্রতিনিধি, একজন উপ-পুলিশ পরিদর্শক ও একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রয়েছেন।

আদেশ পত্রে বলা হয়- সরেজমিন তদন্ত করে ঘটনার উৎস, কারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে করণীয় ইত্যাদি উল্লেখ করে সুস্পষ্ট মতামতসহ আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে এই কমিটিকে।

এর আগে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় একটি চেকপোস্টে পুলিশের গুলিতে মৃত্যু হয় বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের।

পুলিশ বলছে, পরিচয় দিয়ে তল্লাশিতে বাধা দান ও পরে পিস্তল বের করায় ওই সাবেক সেনা সদস্যকে গুলি করে চেক পোস্টে দায়িত্বরত পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের করা হয় এবং দুইজনকে গ্রেফতারও করা হয়। এ ঘটনায় দুটি মামলা দায়ের করার কথাও জানিয়েছে পুলিশ।

জানা যায়, নিহত সিনহা মোহাম্মদ রাশেদ খান বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর। তিনি যশোর ক্যান্টনমেন্ট এলাকার বীর হেমায়েত সড়কের মৃত এরশাদ খানের ছেলে। একটি তথ্যচিত্র নির্মাণের কথা বলে গত প্রায় একমাস ধরে একজন নারী এবং তিনজন পুরুষসহ কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে অবস্থান করছিলেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ