শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা কেবল নেতা পরিবর্তন করতে জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দেয় নাই : শায়েখে চরমোনাই জুলাই চেতনার সাথে গাদ্দারি ইতিহাস ক্ষমা করবে না : নেজামে ইসলাম পার্টি  চাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা হক্কানী আলেমদের পরামর্শে রাজনৈতিক সিদ্ধান্ত জাতির জন্য কল্যাণকর: জমিয়ত আলোচনার মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল শনিবার ঢাকায় কচুয়ার উলামায়ে কেরামের মতবিনিময় সভা কুমিল্লার নূর মসজিদ মাদরাসায় একাধিক শিক্ষক নিয়োগ পিআর পদ্ধতি জনতা না চাইলে আমরাও আর দাবী করবো না: শায়েখে চরমোনাই জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য: মহাসচিব 

১০ জুন বাজেট অধিবেশন, তার আগে সব এমপির করোনা টেস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে আগামী ১০ জুন রোজ বুধবার জাতীয় সংসদ ভবনে বসবে ২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশন। অধিবেশনে যোগদানের আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সব সংসদ সদস্যদের করোনাভাইরাস শরীরে আছে কিনা সে বিষয় পরীক্ষা করা হবে বলে স্পিকারের দপ্তর থেকে জানা গেছে।

অধিবেশনে প্রতিদিন সংসদ সদস্যদের উপস্থিতি ৬০ থেকে৭০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হতে পারে স্পিকারের দপ্তর জানিয়েছে। ১১ জুন পেশ করা হবে ২০২০-২১ অর্থ বছরের বাজেট। তবে বাজেট অধিবেশন হবে সংক্ষিপ্ত।

সংসদ সচিবালয় থেকে জানা গেছে, অধিবেশনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায় রয়েছে। এবারের অধিবেশনে বয়স্ক ও অসুস্থ সংসদ সদস্যদের যোগদানের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হবে। বাজেটের ওপর আলোচনা ছাড়া অন্য কোনো কার্যক্রম থাকছে না।

৮ থেকে ১০ কার্যদিবসে বাজেট অধিবেশন শেষ হবে। বাজেটের ওপর আলোচনাও হবে সংক্ষিপ্ত। সম্পূরক বাজেটসহ সব মিলিয়ে ১০/১২ ঘণ্টা আলোচনা হতে পারে। ১০ জুন সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা। তবে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকটিও এবার নাও হতে পারে।

কমিটির প্রধান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে আলোচনা করে সংসদের কার্যক্রম সম্পর্কে সিন্ধান্ত নিতে পারেন। গত ১৮ এপ্রিল সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় এক ঘণ্টার জন্য বসেছিল সংসদ অধিবেশ। এটি ছিল দেশের সংসদের ইতিহাসের ক্ষুদ্রতম অধিবেশন।

খোঁজ নিয়ে জানা গেছে, সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের উপস্থিতির বিষয়ে বেশ কিছু নিয়ম-কানুন মানা হচ্ছে। গুরুত্ব দেওয়া হবে কোরাম পূর্ণ হওয়ার বিষয়টি। এ জন্য সরকারি দলের এবং বিরোধী দলের হুইফদের একটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে। অধিবেশনে সংসদেও সকল কর্মকর্তা কর্মচারীদের প্রবেশের ক্ষেত্রেও আনা হচ্ছে বিধিনিষেধ। অধিবেশন চলাকালীন প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্যদের সংসদে প্রবেশ করতে দেওয়া হবে না। এবার বাজেট অধিবেশনের সংবাদ সংগ্রহ করার ক্ষেত্রে সাংবাদিকদেরর সংসদে প্রবেশ করতে দেওয়া হবে না। ১১ জুন বাজেট ডকুমেন্ট সংসদ ভবনের মিডিয়া সেল থেকে প্রদান করা হবে।

প্রতিবছর বাজেট উপস্থাপন সরাসরি দেখার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিদেশি মিশনের প্রতিনিধি, বুদ্ধিজীবী, পেশাজীবী নেতৃবৃন্দ এবং সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়ে থাকে। তবে স্বাস্থ্যঝুঁকির কারণে এবার কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ