রবিবার, ০২ নভেম্বর ২০২৫ ।। ১৭ কার্তিক ১৪৩২ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৫০০ ইমাম-খতিব ও মাদরাসা শিক্ষক পেলেন তারেক রহমানের উপহার ৯ মাসে হাফেজ হলেন ১১ বছরের ইয়াছিন আরাফাত ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে: আহমদ আবদুল কাদের জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে তরুণ আলেমদের গোলটেবিল বৈঠক জাকির নায়েক ইস্যুতে ভারত সরকারের মন্তব্যের জবাব দিল ঢাকা ৭২-এর সংবিধান বাতিল করতে হবে : ইবনে শায়খুল হাদিস রিটার্নিং কর্মকর্তারা ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন: ইসি আনোয়ারুল গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় জেলে আটক করেছে পাকিস্তান জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন মানবে না জনগণ : মামুনুল হক ইসলামিক দলগুলো ছাড়া অন্য দলগুলোর মধ্যে সমন্বয় নেই : হাসনাত আবদুল্লাহ

সাত দিনের সফরে ঢাকায় দেওবন্দের মুফতি আব্দুল্লাহ মারুফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন : সাত দিনের দীনি সফরে ঢাকায় এসে পৌঁছেছেন উপমহাদেশের প্রখ্যাত ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের উচ্চতর হাদিস গবেষণা অনুষদের প্রধান পরিচালক মুফতি আব্দুল্লাহ মারুফী।

বুধবার (৪ মার্চ) দুপুরে তিনি বাংলাদেশে এসে পৌঁছান বলে তার সফরসঙ্গী ও ছাত্র মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই সফরে মুফতি আব্দুল্লাহ মারুফী দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় নানা সেমিনারে অংশ নেবেন। সপ্তাহব্যাপী ইলমি সফর শেষে আগামী ১০ মার্চ বাংলাদেশ ত্যাগ করবেন তিনি।

মুফতি আব্দুল্লাহ মারুফীর প্রথম তিন দিনের সফরসূচী-

প্রথম দিন ৪ মার্চ দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বয়ান করবেন ইউরো বাংলা-সেক্টর ৪, উত্তরা, ঢাকা। বাদ মাগরিব লতিফপুর-মাওনায় খতমে বুখারি অনুষ্ঠানে অংশ নিবেন। বাদ এশা বরমীতে বুখারি শরিফের শেষ দরস প্রদান করবেন। রাত্রি যাপন করবেন গাজীপুরের শালনায়।

দ্বিতীয় দিন ৫ মার্চ সকাল ৭ টায় ঢাকার পীরেরবাগের নুরুল কুরআন মাদরাসায় ইলমি মুহাজারা। সকাল ৯ টায় ইলমি মুহাযারা উপস্থাপন করবেন মিরপুরের মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়ায়।

বেলা ১১ টায় খাদেমুল ইসলাম মাদরাসা-মিরপুরের একটি সেমিনারে অংশ নিবেন। বাদ যোহর সাভারের ব্যাংক কলোনি মাদরাসা ইসলাহি বয়ান। বাদ মাগরিব বারডেমে সংলগ্ন একটি অনুষ্ঠানে ইসলাহি বয়ান করবেন। বাদ এশা ঢাকার মানিকনগরে ইসলামি মহাসম্মেলনে যোগ দিবেন। রাত্রিযাপন করবেন মোহাম্মদপুরের আন নুর মাদরাসায়।

তৃতীয় দিন ৬ মার্চ বাদ ফজর আন নুর মাদরাসায় ইসলাহি বয়ান করবেন। জুমার বয়ান করবেন মিরপুরের ঝিলপাড় জামে মসজিদে। বাদ আসর মোহাম্মদপুরের হাউজিং লিমিটেডে একটি মাদরাসার উদ্বোধন করবেন।

বাদ মাগরিব রায়েরবাজারের মাদরাসাতুস সাহাবায় খতমে বুখারিতে অংশ নিবেন। রাতে আশুলিয়ার মদিনাতুল উলুম মাদরাসায় খতমে বুখারির শেষ দরস পাঠদান করবেন। রাত্রিযাপন করবেন মিরপুরের মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়া-ঢাকাতে।

বি:দ্র: অনিবার্য কারণবশত সফরসূচীতে পরিবর্তন আসতে পারে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ