শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২০ রজব ১৪৪৭

শিরোনাম :
ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীকে ইসির শোকজ ‘ওসমান হাদির খুনিদের বিচার না হলে রাষ্ট্রকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে’ গুপ্ত রাজনীতির সুফল এখন ভোগ করছে একটি ছাত্র সংগঠন: নজরুল ইসলাম এখনও ভালো নির্বাচনী পরিবেশ বজায় আছে: প্রেস সচিব

ইরানকে ঠেকাতে জরুরি বৈঠকে সৌদি পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

সৌদি আরবের নেতাদের সাথে ইরানের মোকাবিলায় জরুরি সিদ্ধান্ত নিতে গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রিয়াদে পৌঁছেছেন।

আরব নিউজ জানায়, ইরানের শক্তিশালী সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার পর সৌদিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও প্রথমবারের মত সফর করলেন।

সৌদি পররাষ্ট্র দফতরের বরাতে আরব নিউজ আরো জানায়, পররাষ্ট্রমন্ত্রী পম্পেও সৌদি আরবের আমির বাদশাহ সালমান, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও  পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সাথে ইরানের বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক করবেন।

পম্পেও ইরানের বিষয়ে বলেন, দেশটির উপর আমাদের চাপ অব্যাহত রয়েছে। এটি কেবল অর্থনৈতিক চাপ নয়, কূটনৈতিক চাপও, এর মাধ্যমে তাদের বিচ্ছিন্ন করে রাখা উদ্দেশ্য।

পম্পেও সৌদির আরবের রাজধানী রিয়াদে পৌঁছার আগে ইথিওপিয়ার রাজধানী অ্যাডিস আবাবার সাংবাদিকদের বলেন, আমরা বিশেষত ইসলামি প্রজাতন্ত্র ইরানের হুমকির বিষয়ে আলোচনা করবো। সৌদি আরবের সুরক্ষা নিশ্চিত করতেই আমার এ সফর।

পম্পেও আরো বলেন, আমেরিকা ইরানের সাথে যে কোনও সময় কথা বলার জন্য প্রস্তুত ছিল, তবে তারা এ প্রস্তাবে এগিয়ে আসেনি।

উল্লেখ্য, কাসেম সুলাইমানিকে হত্যার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরান কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এরমধ্যে ইরান কে থামাতে নানান ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৮ সালে ইরানের সাথে পারমাণবিক চুক্তি থেকে সরে এসে তেহরানের আঞ্চলিক পরিস্থিতি হ্রাস করার লক্ষ্যে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি।

জানা  যায়, সৌদি আরবে পম্পেওর তিন দিনের এ রাষ্ট্রীয় সফরে দুইদেশের সুসম্পর্ক আরো উন্নিত হবে বলে মনে করেন তারা।

আরব নিউজ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ