আজ দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আযহা। মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব এই ঈদে আল্লাহর নামে পশু কোরবানি করে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। তিন দিনব্যাপী এই উৎসবে সামর্থ্যবানরা তাদের প্রভুর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করেন। তবে আর্থিক দুর্বলতার কারণে এখনও অনেকেই কোরবানি দিতে পারেন না, বিশেষত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে।
এই প্রেক্ষাপটে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ঈদুল আযহার এই আনন্দঘন মুহূর্তগুলোতে যারা কোরবানি করতে পারছেন না, তাদের মাঝেও ঈদের খুশি পৌঁছে দিতে তৎপর হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি।
প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের কথা বিবেচনা করে এ বছর দেশব্যাপী ২০৮টি গরু ও ৮১৬টি ছাগল কোরবানি করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর মাধ্যমে সংগঠনটি শত শত পরিবারে ঈদের আনন্দ পৌঁছে দিতে সক্ষম হয়েছে।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই ব্যতিক্রমী উদ্যোগ সবার জন্য ঈদের আনন্দ নিশ্চিত করতে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।
এসএকে/
 
                              
                           
                              
                           
                         
                              
                          
 
                        
                                                  
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                        _medium_1757047336.jpg) 
                               
                               
                              