শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা কেবল নেতা পরিবর্তন করতে জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দেয় নাই : শায়েখে চরমোনাই জুলাই চেতনার সাথে গাদ্দারি ইতিহাস ক্ষমা করবে না : নেজামে ইসলাম পার্টি  চাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা হক্কানী আলেমদের পরামর্শে রাজনৈতিক সিদ্ধান্ত জাতির জন্য কল্যাণকর: জমিয়ত আলোচনার মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল শনিবার ঢাকায় কচুয়ার উলামায়ে কেরামের মতবিনিময় সভা কুমিল্লার নূর মসজিদ মাদরাসায় একাধিক শিক্ষক নিয়োগ পিআর পদ্ধতি জনতা না চাইলে আমরাও আর দাবী করবো না: শায়েখে চরমোনাই জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য: মহাসচিব 

আইফোনে লাইভ ফটো ভিডিওতে রূপান্তর করুন সহজেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডিজিটাল ক্যামেরার স্থান দখল করতে শুরু করেছে উচ্চমানের স্মার্টফোনগুলো। তবে অন্য ফোনগুলোর তুলনায় আইফোন ভালো ছবি তোলার বিষয়ে বহু আগে থেকেই সুনাম বহন করে চলেছে। এছাড়া আইফোনে লাইভ ফটোজগুলো ব্যবহারকারীদের জন্য আরও আকর্ষণীয় করা হয়েছে। এখন লাইভ ফটোগুলো সহজেই ভিডিওতে রূপান্তরিত করে অন্যদের সঙ্গে শেয়ার করা সম্ভব।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এর প্রতিবেদন থেকে জানা গেছে, আইফোনের লাইভ ফটো ধারণ করা স্মৃতিগুলোকে গতিশীলভাবে দেখানোর একটি দুর্দান্ত উপায়। এটি কয়েক সেকেন্ডে গতিবিধি এবং শব্দ ধারণ করতে পারে। পরে সেগুলো ভিডিওতে রূপান্তর করা যায়।

কিভাবে লাইভ ফটোকে ভিডিওতে রূপান্তরিত করবেন তা নিচে দেয়া হলো-

. লাইভ ফটোকে ভিডিওতে রূপান্তরিত করতে প্রথমে আইফোনের ফটো অ্যাপটি খুলুন এবং প্রবেশ করুন।

. যেটি লাইভ ফটো আপনি রূপান্তর করতে চান সেটি নির্বাচন করুন।

. স্ক্রীনের নিচে বাম কোণে শেয়ার একটি অপশন দেখাবে। সেই অপশনটি ট্যাপ করুন।

. শেয়ার অপশনগুলোর মধ্যে স্ক্রোল করে ‘ভিডিও হিসেবে সংরক্ষণ করুন’ (Save as Video) অপশনটি ট্যাপ করুন।

এভাবেই লাইভ ফটোটি একটি ছোট ভিডিওতে রূপান্তরিত হয়ে যাবে। এরপর আপনি ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন বা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন।

অ্যাপল সাধারণত নতুন মডেলে নতুন ফিচার নিয়ে আসে। এছাড়া ক্যামেরা হার্ডওয়্যার উন্নত করে প্রতিষ্ঠানটি। তবে কিছু ফিচার নির্দিষ্ট মডেলে সীমাবদ্ধ থাকে। এদিকে আইফোন ১৬ মডেলে একটি বিশেষ ক্যামেরা কন্ট্রোল বোতাম যুক্ত করা হয়েছে। যা ছবির সেটআপ এবং তোলার কাজ সহজ করে তোলে। এছাড়া প্রো এবং প্রো ম্যাক্স প্রিমিয়াম মডেলগুলোতে আরও অনেক ফিচার রয়েছে। সব মিলিয়ে কিছু কৌশল অবলম্বন করলে আইফোনে ভালো ছবি তোলা সম্ভব।

কৌশলগুলো হলো-

. ফটো মোড নেভিগেট দেখুন

. টুলবার ফিচার ব্যবহার করুন

. স্লো-মো মোড ব্যবহার করুন

. দ্রুত ছবি তুলুন

. প্যানো মোডে প্যানোরামিক ছবি তুলুন

. আপনার ফ্ল্যাশ অপশন সেট করুন

. ম্যাক্রো কন্ট্রোল দিয়ে ছোট বস্তুর ছবি তুলুন

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ