আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থীদের পক্ষে নির্বাচন পূর্ববর্তী প্রচার প্রচারণায় ব্যবহৃত ফেস্টুন, ব্যানার, বিলবোর্ড, পোস্টারসহ সব ধরনের প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলার জন্য কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে ইতোপূর্বই নির্দেশ দেওয়া হয়েছে।
১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার বিশেষ অধিবেশনে এ বিষয়ে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রকাশ করা হয়।
আরএইচ/