সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ ।। ২৩ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বাবরি মসজিদ নির্মাণে অনলাইনে ৯৩ লাখ ও ১১টি ট্রাঙ্ক ভর্তি টাকা এলো হুমায়ুনের বাড়িতে জিরি মাদরাসার কৃতি ছাত্রদের সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কাল শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সার্বিক প্রস্তুতি চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আনাস গুজব থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান আইন উপদেষ্টার নীরবেই চলে গেলেন কবি আব্দুল কুদ্দুস ফরিদী ‘ভোটকে উৎসবমুখর করতে সাংস্কৃতিক কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন’ মাওলানা মনির হোসাইন কাসেমীকে জমিয়তের শোকজ শাপলার গণহত্যা নিয়ে বিবিসি বাংলার সাবেক প্রধানের মিথ্যাচারের নিন্দা হেফাজতের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে বাংলাদেশ খেলাফত মজলিসের শুভেচ্ছা

‘ভোটকে উৎসবমুখর করতে সাংস্কৃতিক কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, বাংলাদেশের মানুষ অনেক দিন ধরে ভোট দিতে পারে না। ভোট নিয়ে বিগত দিনগুলোতে যে সহিংসতা হয়েছে তাতে ভোটের দিনের ব্যাপারে মানুষের মনে আতংক বাসা বেঁধে আছে। জুলাই গনঅভ্যুত্থানের পরে আগামী নির্বাচন তুলনামূলক শান্ত ও নিরাপদ পরিবেশে হবে বলে আশা করা যাচ্ছে। এমন বাস্তবতায় জনগণকে নির্বাচনে আগ্রহী করে তুলতে, নির্বাচনকে উৎসবমুখর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সাংস্কৃতিক কর্মীরা।

রোববার (৭ ডিসেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিভাগ কর্তৃক আয়োজিত ‘নির্বাচনকেন্দ্রিক সাংস্কৃতিক সংলাপ’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইমতেয়াজ আলম বলেন, আধুনিক জাতিরাষ্ট্রে নির্বাচন সবসময়েই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এবারের নির্বাচন বাংলাদেশকে নতুন বন্দোবস্তের উত্তোরণের জন্য বেশি তাৎপর্যপূর্ণ। জনতার ভোটের ওপরে নির্ভর করবে,বাংলাদেশ নতুন বন্দোবস্তে উত্তোরিত হবে নাকি আগের কলুষিত বন্দোবস্তে আপতিত হবে। এই সমীকরণে সাংস্কৃতিক কর্মীদের দায়িত্ব আরো বেশি। গানে-কবিতায়, ছড়ায়, শ্লোগানে, নাটিকায় ও উপস্থাপনায় সাংস্কৃতিক কর্মীরা মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করতে পারেন। সেজন্য সাংস্কৃতিক কর্মীদের মানুষের সাথে মিশতে হবে। বাণিজ্যের সাথে শিল্পের সংযোগকে সীমিত করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব সাংস্কৃতিক কর্মীদের আশ্বস্ত করে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ সুস্থ ধারার জীবনঘনিষ্ঠ সংস্কৃতির বিকাশে যা করার তাই করবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কেফায়েত উল্লাহ কাশফির সভাপতিত্বে ও কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিভাগীয় উপকমিটির সদস্য সচিব মাওলানা মুহাম্মাদ মোরশেদুল আলম ও সদস্য হুমায়ুন কবীর শাবীব এর সঞ্চালনায় অনুষ্ঠিত “নির্বাচনকেন্দ্রিক সাংস্কৃতিক সংলাপ” এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক, ঢাকা-৭ আসনে সংসদ সদস্য প্রার্থী আলহাজ আব্দুর রহমান, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কেএম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সাংস্কৃতিক কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন চিন্তানামার সম্পাদক সাঈদ আবরার, তাশরিফ আহমদ, মীরাছ সম্পাদক ফারাবী আল আমীন, কলরবের নাসরুল্লাহ ইতকান, মনজিল শিল্পগোষ্ঠীর পরিচালক মাসুম বিন মাহবুব, স্বপ্নজয় পরিচালক শাহিদ হাসান, স্টুডিও ওয়ান পরিচালক আল আমীন, স্বপ্নসিঁড়ির শেখ নুমান আহমাদ, মদিনার মোহনার নুরুল ইসলাম বিন রফিক।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ