সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ ।। ২৩ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সার্বিক প্রস্তুতি চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আনাস গুজব থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান আইন উপদেষ্টার নীরবেই চলে গেলেন কবি আব্দুল কুদ্দুস ফরিদী ‘ভোটকে উৎসবমুখর করতে সাংস্কৃতিক কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন’ মাওলানা মনির হোসাইন কাসেমীকে জমিয়তের শোকজ শাপলার গণহত্যা নিয়ে বিবিসি বাংলার সাবেক প্রধানের মিথ্যাচারের নিন্দা হেফাজতের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে বাংলাদেশ খেলাফত মজলিসের শুভেচ্ছা ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খেলাফত মজলিসের মাসব্যাপী কর্মসূচি নির্বাচনের পর ঢাকায় দূতাবাস খুলবে আজারবাইজান 

মাওলানা মনির হোসাইন কাসেমীকে জমিয়তের শোকজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিভিন্ন বিতর্কিত বক্তব্য দেওয়ায় দলে যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসাইন কাসেমীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। তাকে ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোকজ নোটিশ পাঠান।

শোকজ নোটিশে বলা হয়, জনাব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনাকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত সিদ্ধান্তের আলোকে আপনাকে জানানো যাচ্ছে যে, বিগত কয়েক মাসে বিভিন্ন সময়ে আপনার আপত্তিকর কিছু বক্তব্য ও কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি সন্দেহাতীতভাবে ক্ষুণ্ন হয়েছে এবং সেগুলো দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিলও বটে। ইতিপূর্বে প্রাথমিকভাবে যথাযথ সাংগঠনিক প্রক্রিয়ায় মৌখিকভাবে আপনাকে সতর্কও করা হয়েছে, কিন্তু আপনার বক্তব্য ও কর্মকাণ্ডে সংশোধন পরিলক্ষিত হয়নি, বরং পূর্বের ন্যায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন বক্তব্য আপনি দিয়েই যাচ্ছেন।

নোটিশে আরও বলা হয়, এমতাবস্থায় কেন আপনার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না? এ ব্যাপারে আপনাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলো। এই নোটিশ প্রাপ্তির তারিখ হতে পরবর্তী ১০ দিনের মধ্যে আপনি দলের সভাপতি বরাবর জবাব দাখিল করবেন। এই সময়ের মধ্যে আপনার পক্ষ থেকে জবাব পাওয়া না গেলে কিংবা আপনার জবাবে দল সন্তুষ্ট না হলে পরবর্তীতে আপনার বিরুদ্ধে যেকোনো সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ