শনিবার, ১৭ মে ২০২৫ ।। ২ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ১৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায় : হাসনাত আব্দুল্লাহ ছাত্রদলের নতুন কর্মসূচি সাড়ে ৭ কোটি টাকার মুজিব ভাস্কর্য ভেঙে ফেলল ছাত্র-জনতা গ্লোবাল ইয়ুথ ডেভেলপমেন্ট কাউন্সিল বাংলাদেশের কমিটির ঘোষণা ইসরাইল পতন নিকটেই! এবার আরবদের সাথে কেন হাত মিলিয়েছে যুক্তরাষ্ট্র? ‘অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে যেন আরেকটি ছায়া সরকার পরিচালিত হচ্ছে’ দুই ইস্যুতে হেফাজতের কঠোর আপত্তি, ৭ প্রশ্ন প্রধান উপদেষ্টার কাছে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি প্রতিষ্ঠা করতে হবে : সালাহউদ্দিন আহমেদ শাপলার শহীদদের স্মরণে ‘শাপলা স্মৃতি সংসদ’ এর কনফারেন্স ২৪ মে জবি শিক্ষার্থীদের সব দাবি মেনে নিল সরকার

দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, সবাইকে সজাগ থাকতে হবে : এ্যানি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হাসিনা পালিয়েছে। কিন্তু তার দোসররা দেশের মাটিতে এখনো ষড়যন্ত্র করছে। তাই আমাদের সজাগ থাকতে হবে।

শুক্রবার (১৬ মে) বিকেলে কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া এসসি উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ড কমিটির ভোট পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, বিগত ১৭ বছর জনগণ ভোট দিতে পারেনি। ২০১৪ সালে হাসিনা বিএনপিকে ছাড়া একদলীয়ভাবে ভোট নিয়ে গেছে। ২০১৮ সালে আমাদের ঘুমে রেখে ভোট নিয়ে গেছে। ২০২৪ সালে আমাদের নেতাকর্মীদের জেলে রেখে ভোট করেছে। যার কারণে মানুষ ভোটের প্রক্রিয়া ভুলে গেছে। তাই তারেক রহমানের নির্দেশে বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে বিধায় ওয়ার্ড থেকে উপজেলা পর্যন্ত নেতা নির্বাচন ভোটের মাধ্যমে হচ্ছে। এর উদ্দেশ্য হলো দলের ভিতরে গণতন্ত্র চর্চা করা। তাই এ প্রক্রিয়ায় আমরা কর্মীদের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচন করছি।

তিনি বলেন, আমাদের গণতন্ত্র সমুন্নত রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। যদি সতর্ক থাকি তাহলে আগামীতে যত বাধাই আসুক সব কিছুই আমরা মোকাবিলা করতে পারব।

তিনি আরও বলেন, আপনারা আপনাদের প্রয়োজনে আশরাফ উদ্দিন নিজানের পাশে থাকুন। আশরাফ উদ্দিন নিজানের হাতকে শক্তিশালী করলে আপনাদের উপকার হবে- এটা মাথায় রেখে কাজ করুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহশিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন ভুইয়া, শ্রমিক দলের সভাপতি আবুল হাসেম, বাফুফে সহসভাপতি হ্যাপী চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের, যুগ্ম আহ্বায়ক এম দিদার হোসেন, সদস্যসচিব নুরুল হুদা চৌধুরী, যুবদলের সদস্যসচিব আবু ছায়েদ দোলন, ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজু ও সদস্যসচিব জাফর আহমেদ ভূঁইয়াসহ আরও অনেকে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ