জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা যৌক্তিক দাবিতে আয়োজিত 'মার্চ টু যমুনা' কর্মসূচিতে পুলিশি হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে বুধবার (১৪ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান। তিনি সেখানে জবি প্রেসক্লাবের সভাপতি ও বাংলা ট্রিবিউনের প্রতিবেদক আসসাইফ সুবর্ণ, জবি সাংবাদিক সমিতির সেক্রেটারি ও ঢাকা পোস্টের প্রতিবেদক মাহতাব লিমনসহ আহত ও চিকিৎসাধীন অন্যান্য শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শেখ মাহবুবুর রহমান নাহিয়ান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ন্যায্য ও যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। সেখানে সম্মানিত শিক্ষক ও দায়িত্বপালনরত সাংবাদিকদের ওপর পুলিশি হামলা অত্যন্ত নিন্দনীয় ও অমানবিক।
তিনি চলমান রাজনৈতিক সংকট নিরসনে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনতিবিলম্বে শিক্ষার্থীদের তিন দফা যৌক্তিক দাবি মেনে নিতে হবে এবং হামলাকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আশিকুল ইসলাম, কেন্দ্রীয় অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ কামরুল ইসলাম, কেন্দ্রীয় কওমি মাদরাসা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান আকাশ, প্রচার সম্পাদক মিজানুর রহমানসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
এমএইচ/