মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭


‘মহানগর সম্মেলনে মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী'র বক্তব্য দলের নয়, ব্যক্তিগত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এবং মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী গত ২৪ জানুয়ারী ২০২৫ এ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজনে রাজধানীর ইঞ্জিনিরিং ইন্সটিটিউটে নগর সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অনাকাঙ্ক্ষিত কিছু শব্দ উচ্চারণ করেছেন, যা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বক্তব্য নয়, মাওলানা মাদানীর ব্যক্তিগত অভিমত।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান আজ বুধবার (২৯ জানুয়ারী) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা মাদানীর বক্তব্যের বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরে উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, যে বক্তব্যের জন্য ইতিমধ্যে ২৭ জানুয়ারী২০২৫ তারিখে জনাব মাদানী  নিজের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। দেশের আইন মেনে এবং মানুষের মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রেখে দীর্ঘদিন ধরে গঠনমূলক রাজনীতি করে আসছে।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের হৃদয় জয় করে জনমত গঠনের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিনত করতে চায়। তাই কারো ব্যক্তিগত অনাকাঙ্খিত বক্তব্যকে রং লাগিয়ে ব্যাখ্যা করে ইসলামী আন্দোনকে বিতর্কিত করার চেষ্টা করা অপ্রত্যাশিত।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ