খাগড়াছড়িতে মসজিদ-মাদরাসায় অগ্নিসংযোগ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। সংগঠনের আমীরে শরিয়ত আল্লামা আবু জাফর কাসেমী ও মহাসচিব মুফতি ফখরুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এসব ঘটনা আওয়ামী ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেন।
নেতৃবৃন্দ বলেন, “খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা দেশকে অস্থিতিশীল করে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের নতুন কৌশল। আওয়ামী শাসকগোষ্ঠী পাহাড়িদের সঙ্গে যোগসাজশ করে যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীদের দিয়ে এসব হামলা, ভাঙচুর ও জ্বালাও-পোড়াও ঘটাতে পারে।
তারা আরও বলেন, শুধু খাগড়াছড়ি নয়—দেশের অন্য কোনো স্থানে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে সরকারের বিশেষ গোয়েন্দা নজরদারি বাড়ানো জরুরি।
আল্লামা কাসেমী ও মুফতি ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, “আওয়ামী সৈরাচার ক্ষমতা হারিয়ে উন্মাদ হয়ে পড়েছে। দেশকে অস্থিতিশীল করে পুনরায় দুঃশাসন, জুলুম ও নির্যাতনের কবলে নিতে চাইছে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের সাধারণ মানুষ এখন সচেতন। কোনো ষড়যন্ত্রই আর আওয়ামী ফ্যাসিস্টদের ক্ষমতায় ফিরতে দেবে না। তাই সরকারের উচিত বিশেষ করে তিন পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা এবং সব সন্ত্রাসী কর্মকাণ্ডের কঠোর মোকাবেলা করা।
আরএইচ/