বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২২ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
‘জনগণেই সিদ্ধান্ত নেবে আগামী ৫ বছর কে দেশ চালাবে’ বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানের বৈঠক নিয়ে যা জানা গেল পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, রুখে দেয়া হবে: আসিফ মাহমুদ কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করা হবে: হাসনাত আবদুল্লাহ হাদিকে গুলিবর্ষণকারী ফয়সাল এখন কোথায়, জানাল ডিবি সিইসির সঙ্গে ইসলামী আন্দোলনের ঘণ্টাব্যাপী বৈঠক, আলোচনা হলো যেসব বিষয়ে ‘একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে ধর্মীয় নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ সবার ওপরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রমজান সামনে রেখে ভোজ্যতেল ও ডাল কিনবে সরকার আ. লীগ ওয়ার্ড কাউন্সিলর বাপ্পির পরিকল্পনায় গুলি করে ফয়সাল, ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

খাগড়াছড়িতে মসজিদ-মাদরাসায় আগুন ও হামলা আওয়ামী ষড়যন্ত্রের অংশ : খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাগড়াছড়িতে মসজিদ-মাদরাসায় অগ্নিসংযোগ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। সংগঠনের আমীরে শরিয়ত আল্লামা আবু জাফর কাসেমী ও মহাসচিব মুফতি ফখরুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এসব ঘটনা আওয়ামী ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেন।

নেতৃবৃন্দ বলেন, “খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা দেশকে অস্থিতিশীল করে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের নতুন কৌশল। আওয়ামী শাসকগোষ্ঠী পাহাড়িদের সঙ্গে যোগসাজশ করে যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীদের দিয়ে এসব হামলা, ভাঙচুর ও জ্বালাও-পোড়াও ঘটাতে পারে।

তারা আরও বলেন, শুধু খাগড়াছড়ি নয়—দেশের অন্য কোনো স্থানে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে সরকারের বিশেষ গোয়েন্দা নজরদারি বাড়ানো জরুরি।

আল্লামা কাসেমী ও মুফতি ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, “আওয়ামী সৈরাচার ক্ষমতা হারিয়ে উন্মাদ হয়ে পড়েছে। দেশকে অস্থিতিশীল করে পুনরায় দুঃশাসন, জুলুম ও নির্যাতনের কবলে নিতে চাইছে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের সাধারণ মানুষ এখন সচেতন। কোনো ষড়যন্ত্রই আর আওয়ামী ফ্যাসিস্টদের ক্ষমতায় ফিরতে দেবে না। তাই সরকারের উচিত বিশেষ করে তিন পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা এবং সব সন্ত্রাসী কর্মকাণ্ডের কঠোর মোকাবেলা করা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ