বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭


‘অপরাধ করে পার পাওয়া যাবে না, এটা বারবার প্রমাণিত হোক’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

মাগুরায় ধর্ষণ ও হত্যার শিকার শিশু আছিয়ার বিচারকাজ দ্রুত শেষ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তবে অন্য মামলাগুলোও যেন দ্রুত বিচারকাজ শেষ করা হয় এবং অপরাধ করে যেন কেউ পার না পায় সে ব্যাপারেও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

শনিবার (১৭ মে) আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি এসব কথা বলেন।

শায়খ আহমাদুল্লাহ লিখেন- ‘আছিয়া হত্যা মামলার রায় দ্রুততম সময়ে হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ। আশা করি, অবিলম্বে রায় কার্যকরও হবে।

তবে কেবল হিটু শেখ নয়, প্রভাবশালী আসামিদের ক্ষেত্রেও একই ধারাবাহিকতা বজায় থাকবে—এই প্রত্যাশা করি।’

তিনি লিখেন- ‘অপরাধ করে পার পাওয়া যাবে না, এটা বারবার এ দেশে প্রমাণিত হোক।’

এর আগে শনিবার (১৭ মে) সকাল সাড়ে নয়টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড এবং দুই ছেলে ও স্ত্রীকে খালাস ঘোষণা করা হয়েছে। এটি দেশের দ্রুততম রায়ের মধ্যে দ্বিতীয়।

আলোচিত এ মামলার বিচার কাজ অল্প সময়ের মধ্যে শেষ করেন আদালত। ঘটনার মাত্র দুই মাস ১১ দিনের মাথায় এই মামলার রায় হয়।

মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সকাল ৯টায় রায় ঘোষণা শুরু হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ