শনিবার, ১২ জুলাই ২০২৫ ।। ২৮ আষাঢ় ১৪৩২ ।। ১৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
আফগানিস্তানের তুরগন্দি-হেরাত রেলওয়ে প্রকল্পে ৫০ কোটি ডলার বিনিয়োগের নতুন চুক্তি স্বাক্ষর ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে ৮০০ ফিলিস্তিনির  ৪৫ বছরের ইমামকে মুসল্লিদের রাজকীয় বিদায় দিবালোকে পাথর মেরে হত্যায় সর্বোচ্চ শাস্তির দাবি জমিয়তের মিটফোর্ডে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক বিচার দাবি ছাত্র জমিয়তের মসজিদে ঢুকে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা আলমডাঙ্গায় আল মাহমুদের জীবন ও সাহিত্য বিষয়ক আলোচনাসভা ঝিনাইদহে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিএনপি’র সমাবেশ ও বিক্ষোভ ‘চাঁদা না পেয়ে পাথর মেরে মানুষ হত্যায় পুরো জাতি স্তম্ভিত’ বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম যুগপূর্তি উৎসব ও দেয়ালিকা-ম্যাগাজিন প্রদর্শনী-২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরব আলেমরাও 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জুলাই গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধের দাবিতে রাজধানীসহ সারাদেশ আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্ররা এই আন্দোলন গড়ে তুললেও এর সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন দেশের আলেম-উলামা ও মাদরাসার ছাত্ররা। হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোটসহ ইসলামি দলগুলোর নেতাকর্মীরাও স্বতস্ফূর্ত অংশ নিচ্ছেন। 

শুক্রবার (৯ মে) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমাবেশ শেষে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন বলে ঘোষণা দিয়েছেন। সেই অবরোধ কর্মসূচিতে ব্যাপক হারে আলেম উলামা ও মাদরাসা ছাত্ররা অংশ নিয়েছেন। শুক্রবার বিকেল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন আলেম-উলামা ও বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা। রাতেও তারা সেখানে অবস্থান করছেন। 

এসময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ব্যান ব্যান আওয়ামী লীগ’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দেন। 

এর আগে বিকেলে আন্দোলনে এসে বক্তব্য দেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জসীম উদ্দিন রাহমানী ও মাওলানা জামাল উদ্দিন। এছাড়া প্রখ্যাত আলেম মুফতি কাজী ইব্রাহীমকেও আন্দোলনে বক্তব্য দিতে দেখা যায়। 

শুক্রবার বিকেল পাঁচটা থেকে শুরু হওয়া শাহবাগ অবরোধে সময় বাড়ানোর সঙ্গে সঙ্গে বেড়েছে লোক সমাগম। নারী ও শিশু থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছেন।

এদিকে আন্দোলনরত জনতার মাঝে পানি, স্যালাইন, বিস্কুট, কলা ইত্যাদি বিতরণ করছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন ইসলামি সংগঠন, আলেম-উলামা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠনও পাশে দাঁড়িয়েছে আন্দোলনকারীদের। এভাবে জনদাবিতে আলেম-উলামাকে পাশে পেয়ে বেশ খুশি আন্দোলনকারীরা। তারা এদেশের ইসলামপন্থী জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ