বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: শায়খে চরমোনাই শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: এক ঘণ্টায় তিন শিশু আহত ‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস ইন্ডিয়ার এজেন্ট ইসকন সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের জোরালো সমর্থন ভারতীয় আগ্রাসন নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সর্বস্তরের ছাত্র জনতার মানববন্ধন প্রলোভনের ফাঁদ: 'কেন আমাদের সন্তানরা এত সহজে ধরা দেয়? দেশ গড়ায় কেবল নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর ভাঙ্গা থানায় ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন

ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ফরিদপুরের ভাঙ্গায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ৬ মে, দুপুরে ভাঙ্গা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

ভাঙ্গা উপজেলা ফিল্ড সুপার ভাইজার এইচ.এম রুহুল আমিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের জেলা ফিল্ড অফিসার মো. রাসেল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মাষ্টার ট্রেইনার মাওলানা রুহুল আমিন রহমানী, নগরকান্দা ফিল্ড সুপারভাইজার মাওলানা খন্দকার মো. লুৎফুর রহমান। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা মডেল এম.সি মাওলানা ফরহাদ হোসেন, জি.সি মাওলানা আইয়ুব আলী, জি. সি মাওলানা মো. কিবরিয়া মুন্সি, জি.সি মাওলানা মামুনুর রশিদ, মো. আবু সাঈদ ডা. আনছু, প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন, হাফেজ মাওলানা আবুল খায়ের, মাওলানা আলী হায়দার, মুফতি মোস্তফা কামাল খন্দকার, মাওলানা মুস্তাকিন, মুফতি মুকাররম হুসাইন, হাফেজ মাওলানা জাকারিয়া, হাফেজ মাওলানা আব্দুস সালাম, কেন্দ্র শিক্ষক-শিক্ষিকাগণ সহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতীবগণ প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, “দ্রুততার সাথে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প এবং দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্প পাশ করা হবে। এসময় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসূত্রে আশ্বাস দিয়ে বলা হয়, ঈদের আগেই বেতন-বোনাস পরিষোধ করা হবে। 

আরও বলা হয়, এ সরকার আলেম-ওলামা বান্ধব সরকার,মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প উন্নয়নে তারা কাজ করবে মর্মে বদ্ধপরিকর।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ