বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: এক ঘণ্টায় তিন শিশু আহত ‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস ইন্ডিয়ার এজেন্ট ইসকন সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের জোরালো সমর্থন ভারতীয় আগ্রাসন নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সর্বস্তরের ছাত্র জনতার মানববন্ধন প্রলোভনের ফাঁদ: 'কেন আমাদের সন্তানরা এত সহজে ধরা দেয়? দেশ গড়ায় কেবল নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত জনগণকে ইসলামি বিপ্লব থেকে দূরে সরাতে চায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র

নতুন ভূমি আইনে যে অপরাধ গুলো করলে ৭ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরকার নতুন ভূমি আইন কার্যকর করেছে, যেখানে জমি সংক্রান্ত ছয়টি গুরুত্বপূর্ণ অপরাধের জন্য সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে জমি নিয়ে প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে সরকার।

নতুন আইনে যে অপরাধগুলোর জন্য ৭ বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে, সেগুলো হলো:

১. অন্যের জমিকে নিজের জমি বলে প্রচার করা: ইচ্ছাকৃতভাবে অন্য কারও জমি নিজের বলে দাবি করলে এই অপরাধের আওতায় আসবে।

২. তথ্য গোপন করে জমি বিক্রি করা: জমি বিক্রির সময় প্রকৃত তথ্য গোপন করে লেনদেন সম্পন্ন করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

৩. নিজের মালিকানার অতিরিক্ত জমি বা অন্যের জমি অবৈধভাবে বিক্রি করা: যার মালিকানা নেই, এমন জমি বিক্রির চেষ্টাও এখন ফৌজদারি অপরাধ।

৪. এক ব্যক্তিকে অন্য ব্যক্তি পরিচয়ে দলিল করানো: কেউ যদি প্রকৃত মালিক না হয়ে অন্যের পরিচয় ব্যবহার করে দলিলে স্বাক্ষর করে, তাহলে তাও অপরাধ হিসেবে গণ্য হবে।

৫. মিথ্যা বিবরণসহ জমির দলিলে স্বাক্ষর করা: ইচ্ছাকৃতভাবে ভুল বা মিথ্যা তথ্য দলিলে উপস্থাপন ও স্বাক্ষরের মাধ্যমে প্রতারণা করলে আইনের আওতায় আসবে।

৬. কর্তৃপক্ষকে মিথ্যা তথ্য প্রদান করা: ভূমি সংক্রান্ত বিষয়ে যে কোনো মিথ্যা বা ভুয়া তথ্য সরবরাহ করলেও একই শাস্তির বিধান প্রযোজ্য হবে।

এই আইন বাস্তবায়নের মাধ্যমে জমির প্রকৃত মালিকদের অধিকার সুরক্ষা, বিচারহীনতার সংস্কৃতি দূরীকরণ এবং জমি ব্যবস্থায় স্বচ্ছতার প্রতিফলন ঘটবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ