আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে অংশগ্রহণের দাওয়াত নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ আমার দেশ পত্রিকার কার্যালয়ে দেশবরেণ্য সাংবাদিক ও সম্পাদক ড. মাহমুদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
আজ মঙ্গলবার হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী তার ফেইসবুক পেইজে এ তথ্য জানান।
হেফাজতের নেতৃবৃন্দ এ সময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী, নির্যাতিত ও সংগ্রামী সম্পাদক ড. মাহমুদুর রহমানকে মহাসমাবেশে যোগদানের আমন্ত্রণ জানান এবং চলমান বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে একযোগে কাজ করার আহ্বান জানান।
সাক্ষাতে ড. মাহমুদুর রহমান নেতৃবৃন্দকে মোবারকবাদ জানান এবং তাদের দেশপ্রেমের এই ভূমিকার প্রশংসা করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ফজলুল করিম কাসেমী এবং অর্থসম্পাদক মাওলানা মুফতি মনির হোসাইন কাসেমী।
এমএইচ/