দেশের অন্যতম শীর্ষ আলেম, আরবি ভাষাবিদ এবং চট্টগ্রামের দারুল মাআরিফ মাদরাসার মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে রয়েছেন।
দারুল মাআরিফ মাদরাসার তরুণ শিক্ষক ও লেখক মাহমুদ মুজিব বর্ষীয়ান এই আলেমের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা তুলে ধরে ধরেছেন ফেসবুকে।
সোমবার (২১ এপ্রিল) মাহমুদ মুজিব লিখেন-ক্ষণজন্মা আলেমে দীন আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী (হাফিজাহুল্লাহু লানা) আপনাদের সকলের দুআয় কিছুটা সুস্থতাবোধ করছেন, আলহামদুলিল্লাহ।
বর্তমানে তিনি চট্টগ্রামের এভারকেয়ার হসপিটালের (আইসিইউ)-তে রয়েছেন। তিনি চোখ খুলে তাকাচ্ছেন। আগের চেয়ে ভালো আছেন। মুখে শব্দ করে কথা বলতে না পারলেও ইশারায় সবার কাছে দুআ চেয়েছেন।
বিশেষজ্ঞ চিকিৎসক টিম জানিয়েছেন, ‘এখন তিনি আগের চেয়ে কিছুটা কম্পোর্টেবলবোধ করছেন; কিছুটা রিকোভার হচ্ছে। আজ বিকেল নাগাদ তাঁকে ICU থেকে স্টেপডাউনে নেওয়া হতে পারে।’
গত শুক্রবার রাত আনুমানিক ১২:৩০ দিকে ব্লাড প্রেশার আপ-ডাউন এবং ইলেকট্রোলাইস ইন ব্যালেন্স ও ইনফেকশনজনিত জটিলতার কারণে তাঁকে এভারকেয়ারের Sdu তে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হয়ে অক্সিজেন লেভেল কমে যাওয়ায় ICU তে হস্তান্তর করা হয়।
আল্লামা সুলতান যওক নদভী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লিগের বাংলাদেশ শাখার প্রধান। আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্য অবদানের জন্যে দেশে-বিদেশে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে।
এমএইচ/