আগামী ৩ মে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে কার্যনির্বাহী পরিষদের (মজলিসে আমেলা) গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মহাসমাবেশের ঘোষণা দেন হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও মুসলিম উম্মাহর বিভিন্ন ইস্যু সামনে রেখে এই কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই মহাসমাবেশ সফল করতে হেফাজতে ইসলাম বেশ কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে-
১. মহাসমাবেশ সফল করতে আগামী ২২ এপ্রিল মঙ্গলবার থেকে ২৮ এপ্রিল সোমবার পর্যন্ত সরাদেশে জেলা, থানা ও স্থানীয় নেতা-কর্মী ও ওলামায়ে কেরাম গণসংযোগ কর্মসূচি পালন করবেন।
২. মহাসমাবেশ সফল করার লক্ষে আগামী ২৫ এপ্রিল বাদ জুমা সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন।
৪. আগামী ২৫ এপ্রিল ও ২ মে শুক্রবার সারাদেশের প্রতিটি মসজিদের মিম্বর থেকে কুরআনের বিধানকে কটাক্ষকারী নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনার অসারতা ও সংশ্লিষ্ট বিষয়ে মুসলিম আইন জাতির সামনে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। তা না হলে ৩ মে মহাসমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩ মে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সারাদেশ থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেবেন।
যে পাঁচটি দাবিতে এই মহাসমাবেশ ডাকা হয়েছে সেগুলো হলো-
১. ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গণহত্যার বিচার।
২. বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল।
৩. নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল।
৪. ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যোগ ও ওয়াকফ আইন বাতিল।
৫. ফিলিস্তিন দখলদার মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা।
এমএইচ/