শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর! পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বোমা হামলা

‘মার্চ ফর গাজা’ সফল করতে আসছে স্রোতের মত মিছিল, জনতার ঢল সোহরাওয়ার্দীতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্যালেস্টাইনের প্রতি সংহতি জানাতে ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে স্রোতের মতো আসছে জনতার মিছিল। 

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিভিন্ন স্থান থেকে আসা মিছিলকারীদের উপস্থিতিতে।

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ এর ডাকে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন পথ ধরে মিছিল এসে পৌঁছায় সোহরাওয়ার্দী উদ্যানে। কেউ এসেছে শাহবাগ থেকে, কেউ দোয়েল চত্বর, আবার কেউ নীলক্ষেত এলাকা থেকে। প্রত্যেকটি মিছিলেই ছিল ফিলিস্তিনের পতাকা, প্রতিবাদী ব্যানার ও স্লোগান।

সকাল থেকেই উদ্যানের প্রতিটি প্রবেশপথে কর্মসূচি সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে স্বেচ্ছাসেবকদের তৎপরতা চোখে পড়ে। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ও আশপাশে স্থানীয় বিক্রেতাদের দেখা যায় দেশীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা বিক্রি করতে।

দলমত নির্বিশেষে নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই কর্মসূচিকে দিয়েছে একটি ভিন্ন মাত্রা। অনেকেই জানান, শুধু ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানানোই নয়, বরং মানবতার পক্ষেও এই অবস্থান। একজন অংশগ্রহণকারী বলেন, “ফিলিস্তিনে মুসলমানদের ওপর যেভাবে গণহত্যা চালানো হচ্ছে, তা সহ্য করা যায় না। তাই প্রতিবাদ জানাতে আজ এখানে এসেছি।”

আয়োজক সূত্রে জানা গেছে, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই এই গণজমায়েতের আয়োজন। 

আয়োজক সূত্রে আরও জানা গেছে, বিকেল ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত চলবে এই কর্মসূচি।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ