মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৮ ভাদ্র ১৪৩২ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
হাসিনা-কামালের নির্দেশেই জুলাই অভ্যুত্থানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের স্বীকারোক্তি সাবেক আইজিপির কেউ যেন না বলে, ভোট দিতে পারিনি : প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলার অবনতি নির্বাচনী পরিবেশে অনিশ্চয়তা সৃষ্টি করছে: জোনায়েদ সাকি নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি ইসলামী আন্দোলনের গুপ্তচরবৃত্তির অভিযোগে ইয়েমেনে জাতিসংঘের শতাধিক শান্তিরক্ষী গ্রেফতার দেশি-বিদেশি শতাধিক ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে ইসলামি বইমেলায় শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি : মির্জা ফখরুল জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না ৭ দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস

বেফাক পরীক্ষার খাতা নজরে সানীর আবেদনের শেষ সময় ৩০ শাওয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার খাতা নজরে সানীর আবেদনের শেষ সময় ৩০ শাওয়াল ঘোষণা করা হয়েছে। 

আজ বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার খাতা নজরে সানীর আবেদন ৩০ শাওয়াল ১৪৪৬ হিজরি পর্যন্ত গ্রহণ করা হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদরাসার প্যাডে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে মুহতামিম অথবা নাযেমে তালীমাতের স্বাক্ষর ও সিল সম্বলিত আবেদন করতে হবে। একজন পরীক্ষার্থী সর্বোচ্চ তিন বিষয়ে আবেদন করতে পারবে। 

পরীক্ষার খাতা নজরে সানীর আবেদন করতে হলে প্রত্যেক বিষয়ের জন্য মারহালার ফি-এর সমপরিমাণ টাকা বেফাক প্রধান কার্যালয়ে জমা দিতে হবে। এছাড়া কুরিয়ার সার্ভিস-যোগে আবেদনপত্র পাঠালে, পরিমাণমতো টাকা ব্যাংকে পে-অর্ডার করে, পে-অর্ডারের মূল কপি ও আবেদনপত্র একত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বেফাকের ঠিকানায় হোম ডেলিভারি দিয়ে প্রেরণ করতে হবে।

উল্লেখ্য, ফলাফল চূড়ান্ত হওয়ার পূর্বে সনদ ও নম্বরপত্র দেওয়া হয় না। তবে চলতি বছরের সাময়িক সনদ ও নম্বরপত্র উঠানোর প্রয়োজন হলে জিলহজ মাস থেকে যোগাযোগ করতে বলা হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ