মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৮ ভাদ্র ১৪৩২ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
হাসিনা-কামালের নির্দেশেই জুলাই অভ্যুত্থানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের স্বীকারোক্তি সাবেক আইজিপির কেউ যেন না বলে, ভোট দিতে পারিনি : প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলার অবনতি নির্বাচনী পরিবেশে অনিশ্চয়তা সৃষ্টি করছে: জোনায়েদ সাকি নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি ইসলামী আন্দোলনের গুপ্তচরবৃত্তির অভিযোগে ইয়েমেনে জাতিসংঘের শতাধিক শান্তিরক্ষী গ্রেফতার দেশি-বিদেশি শতাধিক ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে ইসলামি বইমেলায় শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি : মির্জা ফখরুল জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না ৭ দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস

সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটে আনতে চাই: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে জাতির কাছে তারা প্রতিশ্রুতিবদ্ধ। কাজেই বিস্তৃত পরিসরে সম্ভব না হলেও সীমিত পরিসরে পাইলটিং আকারে হলেও এবারের নির্বাচনেই প্রবাসীদের ভোটে অন্তর্ভুক্ত করতে চায় কমিশন।’

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে প্রবাসীদের ভোটদানের উপযোগী পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞ পর্যায়ের কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘প্রবাসীদের ভোটিংয়ের আওতায় আনতে একটি কার্যকরী উপায় আমরা খুঁজছি। এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে।’ এই কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলে আশাবাদ জানান তিনি।

প্রবাসীদের ভোটে আনার ব্যাপারে ইসি মো. সানাউল্লাহ জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি পূরণে প্রবাসীদের জন্য প্রক্সি ভোট নিয়ে বিশ্লেষণ করছে কমিশন। প্রচলিত আইন ও নিয়ম, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা, ৩৪টি দেশের ৪৪টি মিশনের মতামত এবং সংস্কার কমিশনের সুপারিশ বিশ্লেষণ করে কমিশন প্রক্সি ভোটের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। আগামী নির্বাচনে প্রবাসীদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করতে হলে ইসির পক্ষে প্রক্সি ভোটে বিকল্প নেই বলেও মনে করে এই নির্বাচন কমিশনার।

এদিকে প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের ব্যবস্থা চালু করতে এরই মধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের উদ্যোগও নিয়েছে সংস্থাটি।

এর আগে, সকাল ১০টার দিকে এই কর্মশালার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালকসহ ইসি সচিবালয়ের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশেষজ্ঞ পর্যায়ের আজকের দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় বিদেশি কয়েকটি সংস্থার প্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিয়েছেন। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ