শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
"পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা” ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর!

সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটে আনতে চাই: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে জাতির কাছে তারা প্রতিশ্রুতিবদ্ধ। কাজেই বিস্তৃত পরিসরে সম্ভব না হলেও সীমিত পরিসরে পাইলটিং আকারে হলেও এবারের নির্বাচনেই প্রবাসীদের ভোটে অন্তর্ভুক্ত করতে চায় কমিশন।’

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে প্রবাসীদের ভোটদানের উপযোগী পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞ পর্যায়ের কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘প্রবাসীদের ভোটিংয়ের আওতায় আনতে একটি কার্যকরী উপায় আমরা খুঁজছি। এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে।’ এই কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলে আশাবাদ জানান তিনি।

প্রবাসীদের ভোটে আনার ব্যাপারে ইসি মো. সানাউল্লাহ জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি পূরণে প্রবাসীদের জন্য প্রক্সি ভোট নিয়ে বিশ্লেষণ করছে কমিশন। প্রচলিত আইন ও নিয়ম, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা, ৩৪টি দেশের ৪৪টি মিশনের মতামত এবং সংস্কার কমিশনের সুপারিশ বিশ্লেষণ করে কমিশন প্রক্সি ভোটের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। আগামী নির্বাচনে প্রবাসীদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করতে হলে ইসির পক্ষে প্রক্সি ভোটে বিকল্প নেই বলেও মনে করে এই নির্বাচন কমিশনার।

এদিকে প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের ব্যবস্থা চালু করতে এরই মধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের উদ্যোগও নিয়েছে সংস্থাটি।

এর আগে, সকাল ১০টার দিকে এই কর্মশালার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালকসহ ইসি সচিবালয়ের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশেষজ্ঞ পর্যায়ের আজকের দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় বিদেশি কয়েকটি সংস্থার প্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিয়েছেন। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ