মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম জুলাই বিক্রি হয়ে গেছে : আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, ছাত্রদের ক্ষোভ প্রকাশ হাসিনা ও তার দলের প্রতি আপনাদের মনোযোগ যথাযথ না থাকলে ইনসাফ হবে না মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগে তুরস্কে বিক্ষোভ

‘মডেল মসজিদকে কেন্দ্র করে ইসলামী সভ্যতা-সংস্কৃতির প্রসার করতে হবে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

।।হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।।

অন্তবর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রামুতে নির্মাণাধীন মডেল মসজিদ এ অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ইসলামী সভ্যতা-সংস্কৃতি, দ্বীনি শিক্ষার প্রসার, মুসলিম ভাতৃত্ব ও সমাজ সংস্কারের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠবে। নামাযভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে অপরাধ প্রবণতা দূর হবে। তাই এ মসজিদকে আবাদ রাখার ক্ষেত্রে দ্বীনদার মুসলমানদের সচেষ্ট থাকতে হবে।  

রবিবার, ৬ এপ্রিল দুপুরে রামুর ফতেখাঁরকুল (সদর) ইউনিয়নে নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শন শেষে স্থানীয়দের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ড. আ.ফ.ম খালিদ হোসেন আক্ষেপ করে বলেন, বিগত সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণে যথেচ্ছা অনিয়মের আশ্রয় নেয়া হয়েছে। মডেল মসজিদ নির্মাণে অনিয়ম দুর্নীতি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। অনিয়মের প্রমাণ পেলে জড়িতদের আইনের আওতায় আনা হবে। 

পরিদর্শনকালে রামু উপজলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম, রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী, মডেল মসজিদের মোতাওয়াল্লী ছৈয়দ আকবর, ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপ পরিচালক ফাহমিদা বেগম, কক্সবাজার জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল খালেক নিজামী, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা হাফেজ আবদুল হক, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহছেন শরীফ, মাজহারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ হারুন, রামু প্রবাসী কল্যাণ সংস্থা মক্কা রামু শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস. মোহাম্মদ হোসেন, ইসলামিক ফাউন্ডেশন রামুর সুপারভাইজার মো. সাইফুদ্দিন খালেদ, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, রামু লেখক ফোরামের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, ছাত্র প্রতিনিধি মঈনুর রশিদ, জায়েদ বিন আমানসহ প্রশাসনের কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় এলাকাবাসী মডেল মসজিদের নির্মাণ কাজে ধীরগতির অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে ধর্ম বিষয়ক উপদেষ্টা সভায় উপস্থিত ঠিকাদারকে আগামী ৪ মাসের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। যথাসময়ে কাজ শেষ না হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুশিয়ারি দেন তিনি।  

একইদিন বিকালে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন রামু জামেয়াতুল উলুম মাদ্রাসা পরিদর্শন করেন।

এসময় তিনি মাদ্রাসা পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ছৈয়দ আকবর, সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ তৈয়ব, মাদ্রাসা পরিচালনা পরিষদের প্রধান মাওলানা হেফাজতুর রহমান, কেন্দ্রীয় জামে মসজিদের ভারপ্রাপ্ত খতিব মাওলানা কাজী এরশাদুল্লাহসহ প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ