রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ ।। ২২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
‘সংসদে যেতে পারলে সব স্তরে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করার কথা বলব’ ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৩৭ শিশু ইসলামি শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, জনগণ রুখে দেবে: ইবনে শাইখুল হাদিস ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে ৭ জন নিহত, আহত ১১ মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮ ফেনী সাহিত্য ফোরাম লেখক সম্মাননা পেলেন কাজী সিকান্দার আমরা ব্যর্থ হলে কলঙ্কজনক ইতিহাস রচিত হবে: পীর সাহেব চরমোনাই গাজায় পূর্ণ যুদ্ধবিরতি নিশ্চিতে ইসরায়েলি সেনা প্রত্যাহার জরুরি: কাতারের প্রধানমন্ত্রী ফেনী সাহিত্য ফোরামের সভাপতি কাজী সিকান্দার, সম্পাদক আবু বকর

গুম-খুনের দায় স্বীকার করে র‌্যাবের ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গুম ও খুনের দায় স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছে র‌্যাব। বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজারে মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এ ক্ষমা চান।

তিনি বলেন, নিশ্চয়তা দিচ্ছি ভবিষ্যতে আর গুম ও খুনে জড়াবে না র‌্যাব।

আয়নাঘর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, র‌্যাবের আয়নাঘর ছিল এবং আছে। গুম কমিশন তদন্ত করছে। তারা বলেছেন, যেভাবে সেগুলো ছিল, ঠিক সেভাবে রেখে দেয়ার জন্য।

র‌্যাবপ্রধান বলেন, গুম, খুন ও অপহরণসহ বেশ কিছু অভিযোগ আছে র‌্যাবের বিরুদ্ধে।

 র‌্যাব কর্তৃক যারা মারা গেছেন- তাদের পরিবারের কাছে এ সময় ক্ষমা চান তিনি।

সুষ্ঠু বিচার ও তদন্তের মাধ্যমে র‌্যাব দায়মুক্ত হবে উল্লেখ করে মহাপরিচালক বলেন, র‌্যাবের কোনো সদস্য ফৌজদারি অপরাধ করলে ব্যবস্থা নেয়া হচ্ছে।

৫ আগস্টের পর থেকে জঙ্গি ঘটনাকে নাটক বলা হয়- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গি ছিলো, তাদের বিরুদ্ধে র‌্যাব আইনগত ব্যবস্থা নিয়েছে।

র‌্যাবের হেলিকপ্টার থেকে ছাত্র-জনতার ওপর গুলি করা হয়েছে এমন অভিযোগ তদন্ত করা হচ্ছে জানিয়ে এ কে এম শহিদুর রহমান বলেন, তদন্তের মাধ্যমে প্রমাণ হবে। এটা নিয়ে আদালতের নির্দেশনা আছে।

তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী সময় আইনশৃঙ্খলা উন্নয়নে কাজ করছে র‌্যাব। আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি করার ভিডিও ফুটেজ দেখে অনেককে আটক করা হয়। এখন পর্যন্ত সাবেক মন্ত্রীসহ মোট ৩৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ