বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: বাংলাদেশ খেলাফত মজলিস এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে: প্রধান উপদেষ্টা নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী, রিট খারিজ আগামী নির্বাচন নতুন বন্দোবস্তের: শায়খে চরমোনাই জামায়াত সঙ্গ ত্যাগ করায় চরমোনাই পীরকে হেফাজত আমীরের অভিনন্দন হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা আজ বিকেল থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন প্রথমবারের মতো বাংলাদেশে সরকারি সফরে আফগান উপমন্ত্রী জামায়াতের মনোনয়ন বঞ্চিত প্রার্থীর বাড়িতে ছুটে গেলেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ধানের শীষের ববি হাজ্জাজের বিপরীতে রিকশা প্রতীক পেলেন মজলিস আমির

ফ্যাসিস্টের দোসর কাউকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর বৈঠক গতকাল (১১ নভেম্বর) সোমবার বাদ এশা বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে, মহানগর জমিয়ত সভাপতি মাওলানা খলিলুর রহমান এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

বৈঠকে বক্তাগণ বলেন,যারা আমাদের ভাইদের হত্যা করেছিল,তাদের বিচার এখনো হয়নি। এর বদলে তারা আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে দ্যর্থহীন ভাষায় বলতে চাই, আমাদের সন্তানরা জীবন দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে, এদেশের আপামর তৌহিদী জনতা আপনাদেরও ক্ষমা করবে না।

বক্তাগণ আরও বলেন, দেশে কি যোগ্যতাসম্পন্ন লোকের অভাব পড়েছে? ফারুকীর মতো একজন নাট্যকারকে কোন যুক্তিতে উপদেষ্টায় নিয়োগ দেওয়া হয়েছে তা দেশবাসী জানতে চায়? আমাদের বক্তব্য স্পষ্ট, শাহবাগীদের অনুসারী, সমকামিতার পৃষ্ঠপোষক, ফ্যাসিস্টের দোসর কাউকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। শহীদ ভাইদের রক্তের সঙ্গে বেইমানি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে কখনোই তা মেনে নেওয়া হবে না।

বক্তব্য রাখেন মহানগর সিনিয়র সহ সভাপতি হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, মাওলানা মাহমুদুল হাসান,হাফিজ মাওলানা আব্দুল্লাহ নেজামী, মাওলানা আব্দুল করিম,সহ সাধারণ সম্পাদক হাঃ মাওলানা আব্দুস ছামাদ, মাওলানা মোস্তফা কামাল,মাওলানা ক্বারি মুক্তার আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা কবির আহমদ,প্রচার সম্পাদক মাওলানা শামীম আহমদ, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা তৈয়িবুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ , ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, সদস্য মাওলানা ওলিউল্লাহ , হাঃ মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা মুফতি আব্দুল মুমিন, মাওলানা আব্দুল্লাহ শাহজাহান,মাওলানা আব্দুল গফুর প্রধান, মাওলানা তোফায়েল আহমদ উসমানী, ছাত্র জমিয়ত সিলেট মহানগর শাখার সভাপতি আবুল খয়েরসাধারণ সম্পাদক নূরুল ইসলাম প্রমূখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ