শনিবার, ০২ নভেম্বর ২০২৪ ।। ১৭ কার্তিক ১৪৩১ ।। ৩০ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
মাদরাসাতুল মারওয়ায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ‘প্রশাসনের সকল স্তর থেকে ফ্যাসিবাদের দোসরদের উৎখাত করতে হবে’ মৌলভীবাজারে জাতীয় পার্টির বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও পথসভা সোহরাওয়ার্দী উদ্যানে ৫ নভেম্বর মহাসম্মেলন সফলের ব্যাপক প্রস্তুতি রাষ্ট্র সংস্কারে রাসুল সা.-এর সিরাত অনুসরণ অপরিহার্য: মাওলানা ইমতিয়াজ আলম ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ৬ জনের পদোন্নতি গণভবন স্মৃতি জাদুঘর জনগণের ‘পেইন ও গ্লোরি’ ধারণ করবে পশ্চিমা আগ্রাসন প্রতিরোধে মোহাম্মদপুরে মানববন্ধন জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাফির পদত্যাগ হিলিতে শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা নিয়ে চীনের বিষয়ে কোনো আলোচনা হয়নি: পররাষ্ট্র মন্ত্রী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা নিয়ে চীনের বিষয়ে কোনো আলোচনা হয়নি। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ রোববার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

তিনি বলেন, তবে রোহিঙ্গা ফেরাতে চীনের সহযোগিতা সম্পর্কে ভারত সফরে আলোচনা হয়েছে। 

ড. হাছান জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী আছে। এগুলোর নাব্যতা রক্ষাসহ সামগ্রিক ব্যবস্থাপনা, তিস্তা নদী ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, বন্যা দুর্যোগ মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণ নিয়েও গুরুত্বসহকারে আলোচনা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সোনালী ব্যাংকের পরিচালক পদ হারাচ্ছেন ছাগলকাণ্ডে আলোচিত মতিউর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসির পরিচালক পদ থেকে অপসারণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পত্রপত্রিকায় যেভাবে খবরটি এসেছে, সেটি সত্যি অনঅভ্রিপেত এবং এটি যদি সত্য হয় তাহলে দুঃখজনক। আমি ইতিমধ্যে এনবিআরের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, তাকে এনবিআরের সদস্যপদ থেকে ইতোমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। আমি বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের সঙ্গেও কথা বলেছি। তিনি জানিয়েছেন, তাকে (মতিউর) সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে সরানোর জন্য ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।

হাছান মাহমুদ বলেন, তদন্ত হবে। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উপস্থান হয়েছে, সেগুলো সত্য কিনা তা তদন্তের পর বেরিয় আসবে। তারপর নিশ্চয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কেউ দুর্নীতির মাধ্যমে এভাবে সম্পদ অর্জন করা কখনও সমচীন নয়। আমাদের সরকার সবসময় দুর্নীতি দমনে জিরো টলারেন্স এবং সে কারণে আমাদের সরকারের আমলে নানা দুর্নীতির ঘটনাগুলো উঠে আসছে।

এবারের ঈদুল আজহায় রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে মতিউর রহমানের ছেলে সিফাতের ১৫ লাখ টাকায় একটি ছাগল ছাড়াও ঢাকার বিভিন্ন খামার থেকে ৭০ লাখ টাকার গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে উঠে আসে।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ