বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭


কমলাপুর স্টেশনে বাড়ছে ঘরমুখী মানুষের ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেন যাত্রার পঞ্চম দিন আজ। গত চার দিনের তুলনায় আজ রবিবার কমলাপুর রেল স্টেশনে ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৪টি ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে।

গতকাল ১ ঘণ্টা ৪৫ মিনিট বিলম্ব করা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস আজ ঠিক সময় সকাল ৬টায় ঢাকা স্টেশন ছেড়েছে।

জানা গেছে, গত চার দিনের তুলনায় আজকে পঞ্চম দিনে মানুষের ভিড় অনেক বেশি রয়েছে। বিকালের ট্রেনগুলোতে হয়তো আরো বেশি যাত্রীর চাপ বাড়তে পারে।’

সকালে স্টেশনে দেখা যায়,  নির্ধারিত সময়ের আগে স্টেশনে চলে এসেছেন যাত্রীরা। তারা প্লাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ