শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা কেবল নেতা পরিবর্তন করতে জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দেয় নাই : শায়েখে চরমোনাই জুলাই চেতনার সাথে গাদ্দারি ইতিহাস ক্ষমা করবে না : নেজামে ইসলাম পার্টি  চাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা হক্কানী আলেমদের পরামর্শে রাজনৈতিক সিদ্ধান্ত জাতির জন্য কল্যাণকর: জমিয়ত আলোচনার মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল শনিবার ঢাকায় কচুয়ার উলামায়ে কেরামের মতবিনিময় সভা কুমিল্লার নূর মসজিদ মাদরাসায় একাধিক শিক্ষক নিয়োগ পিআর পদ্ধতি জনতা না চাইলে আমরাও আর দাবী করবো না: শায়েখে চরমোনাই জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য: মহাসচিব 

ইসলাম থেকে দূরে থাকায় সারা দেশে কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী শিক্ষা ও আদর্শ থেকে দূরে থাকায় সারা দেশে কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।

তিনি বলেন, ইসলামের সৌন্দর্য মানুষ বুঝতে না পারায় ইসলাম থেকে দূরে। এজন্য ইসলামের কল্যাণকর দিকগুলো জাতির সামনে তুলে ধরে তাদেরকে ইসলামের প্রতি অনুপ্রাণিত করতে হবে। 

সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা দক্ষিণ থানাধীন ৬৪ নম্বর ওয়ার্ডের বাঁশেরপুল শাহজালাল রোডের একটি মিলনায়তনে দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কে এম শরীয়াতুল্লাহ। ৬৪ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ডেমরা দক্ষিণ থানা সভাপতি এমদাদুল হক, সেক্রেটারি আব্দুল হাকিম, ইসলামী যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা।

তিনি বলেন, ইসলাম একটি কল্যাণকর জীবন ব্যবস্থার নাম। ইসলাম যে দেশে বা রাষ্ট্রে আছে সেখানে মানুষ খুব সুখে শান্তিতে আছে। কাজেই ইসলাম শান্তি ও কল্যাণ এবং মানবতার ধর্ম। ইসলাম না মানায় মানুষ ক্রমেই হিংস্র হয়ে উঠছে। কিশোর গ্যাং সৃষ্টি হচ্ছে। এজন্য ইসলামের প্রতি ছোট বেলা থেকেই আকৃষ্ট করে গড়ে তুলতে হবে। মানুষের বুনিয়াদ ঠিক থাকলে কখনো বিপথগামী হয় না। ছোট থাকতেই কোরআন শিক্ষাসহ ইসলামের মৌলিক শিক্ষাগুলো দিতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ