বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ।। ১০ পৌষ ১৪৩২ ।। ৫ রজব ১৪৪৭

শিরোনাম :
সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে যে প্রত্যাশা জানালো খেলাফত মজলিস এভারকেয়ারে তারেক রহমান তারেক রহমানকে স্বাগত জানিয়ে যা বললেন নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় ফ্যাসিবাদী সন্ত্রাসীরা বেপরোয়া: খেলাফত মজলিস কওমি মাদরাসাভিত্তিক রাজনৈতিক দল: বিভাজন ও ঐক্যের দোলাচল আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের ফেরার খবর

আফতাবনগর মাদরাসায় ১,২,৩ রমজান অবস্থান করবেন সাইয়েদ মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন পবিত্র রমজান মাসে রাজধানী ঢাকার আফতাবনগরের আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম মাদরাসায় তিন দিন অবস্থান করবেন আওলাদে রাসুল সাইয়েদ মাহমুদ মাদানী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাইয়েদ আসআদ মাদানীর সাহেবজাদা সাইয়েদ মাহমুদ মাদানী আগামী ১, ২ , ৩ রমজান আফতাবনগর মাদরাসায় অবস্থান করবেন।

সাইয়েদ মাহমুদ মাদানীর খলিফা, আফতাবনগর মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আলী আওয়ার ইসলামকে জানান, আমাদের প্রত্যাশা ছিল হজরত কমপক্ষে একসপ্তাহ আফতাবনগর মাদরাসায় রমজান অবস্থান করবেন। কিন্তু তিনি খুব ব্যস্ত। উম্মতের নানা ফিকিরে তিনি মাশগুল। ব্যস্ততার মাঝে তিনি আমাদের এখানে রমজানের প্রথম তিন দিন অবস্থান করবেন আলহামদুলিল্লাহ।

মুফতি মোহাম্মদ আলী জানান, অল্প এই সময়ে আওলাদে রাসুলের কাছ থেকে আত্মশুদ্ধি ও আমলি জিন্দেগির যে শিক্ষা নেয়া যায় তা-ই জীবন চলার পাথেয়।

তিনি জানান, মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানীর অবস্থান উপলক্ষে যে মজমা কায়েম হবে এটা শুধু আলেমদের জন্য নয়, সর্বস্তরের মুসলমানের জন্য। সবার যেন রুহানি উন্নতি হয়, আমলি উন্নতি হয় এবং ইমানি উন্নতি হয় সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন।

সাইয়েদ মাহমুদ মাদানীর এই খলিফা বলেন, অনুষ্ঠান কীভাবে বাস্তবায়ন করা যায় সেজন্য ইতোমধ্যেই আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতোমধ্যে। আমরা প্রাথমিকভাবে সহস্রাধিক মানুষের ২৪ ঘণ্টা অবস্থান করার ব্যবস্থা করার মতো প্রস্তুতি নিচ্ছি। সময়ের ব্যবধানে তা আরো বাড়তে পারে। তাছাড়া হাজার হাজার মানুষ আওলাদের রাসুলের অবস্থান উপলক্ষে্য এখানে আসা যাওয়া করবেন বলে আশা করছি।

মুফতি মোহাম্মদ আলী এই মহতি আয়োজন যেন সুন্দরভাবে সম্পন্ন করা যায় সেজন্য সবার কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ