বাংলাবাজারের মেশক প্রকাশন, কানন প্রকাশন এবং আল আমান পাবলিকেশন্সের যৌথ উদ্যোগে সাহিত্য মজলিস ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাদ আসর বাংলাবাজারের কওমি মার্কেটে (৩য় তলা, ৬৫/১ প্যারিদাস রোড) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান উদ্বোধন করবেন খ্যাতিমান লেখক, গবেষক ও মুহাদ্দিস মাওলানা নাসীম আরাফাত।
উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক, কথাসাহিত্যিক, মুহাদ্দিস ও গবেষক মুহাম্মদ যাইনুল আবিদীন; শিশু সাহিত্যিক, সীরাত গবেষক ও মুহাদ্দিস ইয়াহইয়া ইউসুফ নদভী; আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম সম্পাদক হুমায়ুন আইয়ুব; মারকাযুল ফিকহিল ইসলামী, উত্তরা, ঢাকার মুহাদ্দিস শহীদুল্লাহ মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠান সূচিতে রয়েছে, বাদ আসর কুরআন তেলাওয়াত, নাতে রাসুল, কবিতাপাঠ ও উদ্বোধনী আলোচনা। বাদ মাগরিব কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও প্রশ্নোত্তর, পুরস্কার বিতরণ ও দোয়া।
মনোজ্ঞ এই আয়োজনে অংশগ্রহণ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন কথাসাহিত্যিক, মুহাদ্দিস ও গবেষক মুহাম্মদ যাইনুল আবিদীন।
আরএইচ/