নাঈমুল হাসান তানযীম:
ছড়ার কাগজ ‘কুচকাওয়াজ’ সম্পাদক, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম–এর সদস্য, প্রতিভাবান ছড়াকার নূর হোসাইন গাজী (হুসাইন মুহাম্মাদ) শুক্রবার সকালে রোড এক্সিডেন্ট করে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
জানা গেছে, গতকাল সকালে বাইকের পেছনের সিটে বসা অবস্থায় পেছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা দেয়। সে ধাক্কার কারণে বাইক থেকে তিনি পড়ে যান। পরে ট্রাকটি তার ওপর দিয়ে চলে যায়। এতে তিনি মারাত্মক আহত হলেও বাইক ড্রাইভারের কোনো ক্ষতি হয়নি।
প্রতিভাবান এই ছড়াকারের সুস্থতা ও আন্তরিক সহযোগিতা কামনা করছে বাংলাদেশ ইসলামি লেখক ফোরামসহ লেখক সম্পাদক ও লেখালেখির সঙ্গে সম্পৃক্ত সবাই।
হাআমা/