বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ।। ২ পৌষ ১৪৩২ ।। ২৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
মনোনয়ন না পেয়ে এবি পার্টিতে যোগ দিলেন জমিয়ত একাংশের নেতা বিজয় দিবসে খুলনা নগরীতে ইসলামী আন্দোলনের বিজয় র‍্যালি ও সমাবেশ বিজয় দিবসে বিভিন্ন উপজেলায় ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও র‍্যালি শান্তিতে নোবেল: মনোনয়ন পেলেন জাতিসংঘের প্রতিনিধি ও গাজার চিকিৎসকেরা বাংলাদেশ চলবে নতুন ব্যবস্থার রাজনীতিতে: জামায়াত আমির শীতে গাজায় নবজাতকের মৃত্যু, ত্রাণ বাধায় মানবিক সংকট আরও গভীর শীতে এক কাপ তুলসি চা আপনার যেসব উপকার করবে একাত্তরে আমরা স্বাধীনতা পেয়েছি, তবে তা অর্থবহ হয়নি: চরমোনাই পীর ফিলিস্তিনিসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ফরিদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশর এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত 

হারামাইনে জুমার নামাজের ইমামরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ সৌদি আরবে ১২ ডিসেম্বর ২০২৫ খৃষ্টাব্দ, যা ২১ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। আজ ১৪৪৭ হিজরির জমাদিউস সানি মাসের তৃতীয় জুমা, এবং আজ মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে দুই বিশিষ্ট আলেম ও কারী জুমার নামাজের ইমামত করার জন্য উপস্থিত থাকবেন।

মসজিদে হারাম

আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন শায়খ সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ। তার জন্ম ১৯৫০ সালে সৌদি আরবের বুরাইদা শহরে। ১৯৭৫ সালে মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং পরবর্তীতে একই ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন যথাক্রমে ১৯৭৬ ও ১৯৮২ সালে। ১৯৮৩ সালে, মাত্র 33 বছর বয়সে, তিনি মসজিদে হারামের ইমাম হিসেবে নিযুক্ত হন।

শায়খ সালেহ সৌদি আরবের শুরা কাউন্সিল ও হাই জুডিশিয়ারি কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির প্রফেসর, সিনিয়র ওলামা কাউন্সিলের সদস্য এবং সৌদি আরবের রয়্যাল কোর্টের উপদেষ্টা।

মসজিদে নববি

আজ মসজিদে নববিতে জুমার নামাজে ইমামতি করবেন আলেম ও কারি শায়খ আব্দুল বারি আস-সুবাইতি, যিনি সুললিত কোরআন তিলাওয়াতে বিশ্বব্যাপী পরিচিত।

তিনি ১৩৮০ হিজরিতে মক্কায় জন্মগ্রহণ করেন এবং ১৪০৫ হিজরিতে কিং ফাহাদ আব্দুল আজিজ ইউনিভার্সিটি থেকে বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। পরে, তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটিতে ইসলামি শরিয়া অনুষদে ভর্তি হন এবং সেখানে ১৪০৯ হিজরিতে অনার্স এবং ১৪১৫ হিজরিতে মাস্টার্স করেন।

মাত্র ১৯ বছর বয়সে আব্দুল বারি আস-সুবাইতি কোরআন হিফজের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা শুরু করেন। ১৯৯৭ সালে যুক্তরাজ্যের একটি ইসলামিক সেন্টারে তারাবির নামাজে ইমামতির দাওয়াত পান। মদিনায় যাওয়ার আগে কিছুদিন তিনি মসজিদে হারামেও নামাজ পড়িয়েছেন। ১৪১৪ হিজরি সাল থেকে তিনি মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ