প্রতিবছরের মতো এবারও পবিত্র কাবাঘরের কিসওয়াহ তথা কালো গিলাফ নিচ থেকে ওপরে তিন মিটার তোলা হয়েছে। এরপর তাতে সাদা কাপড় মোড়ানো হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জুন) পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিবিষয়ক সাধারণ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পবিত্র হজের প্রস্তুতির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়। সৌদি আরবের বার্তা সংস্থা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পবিত্র কাবাঘরের গিলাফের নিচের অংশ ওপরে তোলার পাশপাশি আরো বেশ কিছু কার্যক্রম পরিচালিত হয়েছে। এর মধ্যে রয়েছে, কিসওয়ার নিচের অংশ সরিয়ে ফেলা এবং তিন মিটার পর্যন্ত ওপরে তুলে রাখা। এরপর সেই স্থানটি সাদা কাপড় দিয়ে আবৃত করা। পুরো কার্যক্রমটি একটি বিশেষায়িত দল পেশাদারির সর্বোচ্চ মান অক্ষুণ্ন রেখে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে পালন করে।
বিভিন্ন খবর থেকে জানা যায়, অতীতে গিলাফের কিছু অংশ হাতের কাছে পেয়ে কিছু অংশ কেটে ফেলার ঘটনা ঘটে। অনেকে গিলাফকে নিজের উদ্দেশ্য পূরণে সহায়ক বস্তু বলে মনে করে। অনেকে সেই কাপড়ে নিজের নাম লিখে স্বস্তিবোধ করে। অথচ এসব কাজের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
তাই হাজিদের ভিড়ের মধ্যেও গিলাফ সুরক্ষিত রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়।
মূলত সাদা কাপড়ে আবৃত করার মাধ্যমে হজের সময় ঘনিয়ে আসার কথা স্মরণ করানো হয়। কাবার দেয়ালের সাদা কাপড় হজের পূর্বপ্রস্তুতির জানান দেয়। হজের শেষ সময় পর্যন্ত সাদা কাপড় থাকে। এরপর আগের মতো পুনরায় কালো গিলাফ নামিয়ে দেওয়া হয়।
প্রতিবছর ১৫ জিলকদ বা এর এক দিন আগে কিংবা এক দিন পর কাবার গিলাফের অংশ ওপরে তোলা হয়। এরপর থেকেই হাজিদের ভিড় ও তাওয়াফ শুরু হয়। প্রচণ্ড ভিড়েরর কারণে তখন আর গিলাফ ওপরে তোলা সম্ভব হয় না।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন সারা বিশ্বের লাখ লাখ মুসলিম। এবার বাংলাদেশ থেকে হজ করতে সৌদি আরব যাবেন ৮৬ হাজার ৪৪৭ জন। এর মধ্যে সরকারি মাধ্যমে হজযাত্রী ৫২০০ জন এবং বেসরকারি মাধ্যমে হজ করবেন ৮১ হাজার ৯০০ জন।
এনএইচ/