রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২২ রজব ১৪৪৭


একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন হিজাবি নারী: আসাদুদ্দিন ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিজাব পরা নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএ) প্রধান ও হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি।

মুম্বাই এবং রাজ্যের অন্যান্য শহরে স্থানীয় নির্বাচনের আগে মহারাষ্ট্র জুড়ে প্রচারণা চালাচ্ছেন ওয়াইসি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সোলাপুরে এক ভাষণে এআইএমআইএ সভাপতি ভারতীয় সংবিধানের উদ্ধৃতি দিয়ে ছিলেন, যা দেশের যেকোনো নাগরিককে শীর্ষ পদে অধিষ্ঠিত হওয়ার অনুমতি দেয়।

আলোচিত এই মুসলিম নেতা বলেন, ‘পাকিস্তানের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে, শুধু একটি ধর্মের (ইসলাম) ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। তবে বাবা সাহেবের (বিআর আম্বেদকর - যিনি ভারতের সংবিধান প্রণয়নকারী কমিটির প্রধান ছিলেন) সংবিধানে বলা হয়েছে, ভারতের যেকোনো নাগরিক প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মেয়র হতে পারেন। আমার স্বপ্ন যে এমন একদিন আসবে যখন একজন হিজাব পরা কন্যা এই দেশের প্রধানমন্ত্রী হবেন।’

ওয়াইসি এই মন্তব্যে পরপরই ক্ষোভ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোতির দল বিজেপি। প্রতিক্রিয়ায় মহারাষ্ট্রের মন্ত্রী এবং বিজেপি নেতা নীতেশ রানে বলেছেন, ‘একটি হিন্দুরাষ্ট্রে আসাদুদ্দিন ওয়াইসির এত দুঃসাহসিক হওয়া উচিত নয়। আমাদের জনসংখ্যার ৯০ শতাংশ হিন্দু। হিজাব বা বোরকা পরা কোন নারী  মুম্বাইয়ের প্রধানমন্ত্রী বা মেয়র হতে পারবেন না। যারা হিজাব পড়তে চান তারা ইসলামাবাদ বা করাচিতে যেতে পারেন। তাদের এখানে কোনো স্থান নেই।’সূত্র: এনডিটিভি

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ