বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ।। ২ শ্রাবণ ১৪৩২ ।। ২২ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
গোলাপগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা সিরিয়ায় ইসরায়েলের হামলা, এরদোয়ানের কঠোর বার্তা জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদান' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র শুরু হয়েছে: মির্জা ফখরুল ষড়যন্ত্রমূলক জঙ্গি মামলার প্রতিবাদে সরব হওয়ার আহ্বান আসিফ আদনানের সাজানো জঙ্গি মামলা প্রত্যাহারের দাবিতে ওলামা মাশায়েখ পরিষদের মানববন্ধন পতিত ফ্যাসিস্ট-খুনীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: খেলাফত মজলিস ঢাকা-১৮ আসনে রিকশা প্রতীকে মনোনয়ন পেলেন মুফতি নেয়ামতুল্লাহ আমিন ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক সংস্কার ছাড়া নির্বাচন হলে আবার ফ্যাসিবাদের উত্থান হবে: জামায়াত

ভারতীয় আগ্রাসন সম্মিলিতভাবে মোকাবেলার ডাক মাওলানা ফজলুর রহমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের আমির মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের জাতীয় সংসদে দেওয়া এক ভাষণে দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। ভারতীয় আগ্রাসনের কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন এবং এর মোকাবিলায় সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন।

মাওলানা ফজলুর রহমান ঘোষণা করেছেন যে, তার দল ১১ মে 'পাকিস্তানের প্রতিরক্ষা দিবস' হিসেবে পালন করবে। এই উপলক্ষে ১১ মে পেশাওয়ার এবং ১৫ মে কোয়েটায় বড় ধরনের সমাবেশের আয়োজন করা হবে। তিনি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দেশের প্রতিরক্ষায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

মাওলানা ফজলুর রহমান জানান যে, সরকার তরুণদের সিভিল ডিফেন্সে নিবন্ধনের আহ্বান জানিয়েছে এবং তার দল এই দায়িত্ব পালন করবে। তিনি মাদরাসার ছাত্রদের ভূমিকাকে প্রশংসা করেন, যারা ইতিমধ্যে দেশের প্রতিরক্ষায় সামনের কাতারে রয়েছেন।

মাওলানা ফজলুর রহমান সরকারের বর্তমান কূটনৈতিক নীতির সমালোচনা করেন। তিনি বলেন, ফোনালাপের মাধ্যমে কূটনীতি যথেষ্ট নয়; পাকিস্তানকে চীন, সৌদি আরব, ইরান ও আফগানিস্তানের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্রদের সঙ্গে সরাসরি সম্পর্ক জোরদার করতে হবে।

তিনি সামাজিক মাধ্যমে যুদ্ধ ও সেনাবাহিনীর নেতিবাচক চিত্রায়নের নিন্দা করেন। ভারতের বেসামরিক এলাকাগুলোর ওপর আক্রমণ, মসজিদ ও স্কুলের ওপর হামলাকে তিনি আগ্রাসন হিসেবে উল্লেখ করেন এবং পাকিস্তানিদের সেনাবাহিনীর প্রতি সমর্থন জোরদার করার আহ্বান জানান।

সূত্র: ডেইলি টাইমস

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ