সোমবার, ২০ মে ২০২৪ ।। ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ১২ জিলকদ ১৪৪৫


মরক্কোতে ভূমিকম্প: ধ্বংসস্তূপের নিচে বিড়ালের বাঁচার আকুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

মরক্কোর মধ্যাঞ্চলের আটলাস পর্বতমালায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে।

গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টায় আঘাত হানা ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে পুরো মরক্কো। ২০ সেকেন্ড স্থায়ী সেই ভূমিকম্প সংঘটিত হওয়ার পরপরই অসংখ্য বাড়ি-ঘর ও অবকাঠামো ভেঙে পড়ে। যারমধ্যে অন্যতম হলো মারাখাস শহরের ঐতিহ্যবাহী জামা এল-এফনা মসজিদের মিনার।

বিবিসির প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে, সেই মিনারটির ধ্বংসস্তূপের নিচ থেকে উকিঝুঁকি দিচ্ছে বিড়াল। এছাড়া অপর একটি বিড়ালকে সেখানে বসে থাকতে দেখা যায়। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ের ভয়াবহতা যেন বিড়ালগুলোর চেহারাতেও ফুটে উঠেছে। অবলা এ প্রাণীগুলো যেন জানাচ্ছে বাঁচার আকুতি।

এদিকে এখন যত সময় যাচ্ছে ততই সামনে আসছে ভূমিকম্পের ভয়াবহতা। স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকরা ছবির মাধ্যমে তুলে আনছেন সেসব চিত্র।

টিএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ