কিশোরগঞ্জে শনিবার (৬ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে কিশোরগঞ্জ জেলা ওয়ায়েজিন পরিষদ। সংগঠনটির মূল লক্ষ্য হলো জেলার সকল ওয়ায়েজ, কোরআনের মুফাসসির ও ধর্মীয় আলোচকদের ঐক্যবদ্ধ করে একটি সমন্বিত প্ল্যাটফর্ম গঠন করা, যাতে তারা সম্মিলিতভাবে সমাজ ও ধর্মের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
সংগঠনের ঘোষিত উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে-জেলার সব ওয়ায়েজ ও আলেমদের ঐক্যবদ্ধ করা। পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি। সমাজ ও ধর্মীয় দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখা। ইসলামের সঠিক শিক্ষা ও মূল্যবোধ প্রচার। দুর্যোগকালীন সহায়তা প্রদান। আলেম সমাজের বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলা। নিয়মিত সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজন। মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি জোরদার করা।
নতুন কমিটির দায়িত্বশীলরা হলেন-
প্রধান উপদেষ্টা: শায়খুল হাদিস মাওলানা শফিকুর রহমান জালালাবাদী
সভাপতি: মাওলানা আব্দুল কাইয়ুম জামী
সিনিয়র সহ-সভাপতি: মুফতি ইলিয়াস কাসেমী
সাধারণ সম্পাদক: মুফতি দিলওয়ার হুসাইন নূরী
সংগঠনিক সম্পাদক: মুফতি মাসউদুর রহমান
বাইতুল মাল সম্পাদক: মাওলানা রফিকুল ইসলাম নূরী
প্রচার সম্পাদক: মুফতি আল আমিন সাদী
মিডিয়া সম্পাদক: মুফতি মাসুম জামী
আইন বিষয়ক সম্পাদকবৃন্দ: মুফতি মতিউর রহমান সাইফী, মাওলানা হেলাল উদ্দিন সাইফী, মুফতি ইকবাল হোসাইন মাহমুদী।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন পদে আরও ওয়ায়েজিনকে অন্তর্ভুক্ত করা হবে।
ওয়ায়েজিন পরিষদ কিশোরগঞ্জে ধর্মীয় জ্ঞানচর্চা, সামাজিক দায়িত্ব পালন ও উম্মাহর ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।
এসএকে/