বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ৩০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী  ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার আসছে ফাজিল পরীক্ষায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি ইআবির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে মোফাজ্জল–সামিন শুক্রবার ইসলামী আন্দোলনের আন্তর্জাতিক সিরাত কনফারেন্স, সফল করার আহ্বান ভোলায় শিবির নেতার উপর হামলা, অবস্থা আশঙ্কাজনক

পারিবারিক সচেতনতা ও সুরক্ষায় কাজ করতে ‘ফ্যামিলি এইড প্রকল্প'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারী ও শিশু অধিকার, পারিবারিক বন্ধন, দাম্পত্য সহিংসতা ও পারিবারিক সুরক্ষা বিষয়ে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামিক ল' রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের সামাজিক প্রকল্প ‘ফ্যামিলি এইড' -এর কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১০ মে) বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারের সংস্থাটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ফ্যামিলি এইডের সহকারী প্রকল্প পরিচালক মারদিয়া মমতাজ। প্রকল্পের উদ্দেশ্য, কর্মপদ্ধতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন অ্যাডমিন ও লিগ্যাল কনসাল্টেন্ট ফাইজা তাবাসসুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক জিয়াউল হক, চেয়ারম্যান (একাডেমি টুয়েন্টি ওয়ান), মোস্তফা মানজুর, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ রুহুল আমীন রাব্বানী, সাবেক চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ বিভাগ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সহকারী ক্লিনিকাল সাইকোলজিস্ট সুমাইয়া তাসনিম। অতিথিরা তাদের বক্তব্যে পরিবারব্যবস্থায় মূল্যবোধ, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার ওপর আলোকপাত করেন।

এছাড়াও ফ্যামিলি এইডের সঙ্গে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ড (MOU) সম্পাদনকারী বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও বক্তব্য দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে ফ্যামিলি এইডের টিম মেম্বাররা অংশগ্রহণ করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ফ্যামিলি এইড প্রকল্পের পরিচালক এবং বাংলাদেশ ইসলামিক ল' রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার (BILRC) এর নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম।

আয়োজকরা জানান, এই প্রকল্পের মাধ্যমে সমাজে পরিবারকেন্দ্রিক সচেতনতা, পারিবারিক সম্পর্ক দৃঢ়করণ এবং সুরক্ষা ব্যবস্থাকে জোরদার করার প্রচেষ্টা চালানোর জন্য দেশব্যাপী বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ