উত্তরায় মাদরাসাতুল আযহার বাংলাদেশ উদ্যোগে রমজানে আরবী ভাষা কোর্স ও নাহু সরফ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠানটির উদ্যোগে অনলাইন ও অফলাইনে শাবান মাসে ৩৫ দিনের ও রমজান মাসে ২০ দিনব্যাপী চলবে আরবী ভাষা কোর্স ও নাহু সরফ কোর্স।
কোর্সের বৈশিষ্ট সম্পর্কে প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি খালেদ কাসেমী আজহারী জানান,
১. কথোপকথোন ও ব্যক্তৃতাকালীন জড়তা, ভয় ও অন্যান্য সমস্যা দূরীকরণ প্রেচেষ্টা।
২. আরবীতে উত্তরপত্র, চিঠি, সি,ভি, রোজনামসা ও রচনা তৈরি করা কলাকৌশল।
৩. বিশুদ্ধ ইবারত পাঠের সহজ নির্দেশিকা।
৪. অনুশীলনসহ নাহু সরফের মৌলিক পাঠ।
৫. সিরাতুল আফআ'ল শিখন পদ্ধতি।
৬. মিডিয়া আরবীর প্রাথমিক পাঠ।
৭. অনুবাদকলা।
৮. ইমলাউল আরবী।
কোর্স ছাড়াও রমজানে সীমিত আসনে মাদরাসার ইফতা, মাদানী নেসাব ও আন্তর্জাতিক হিফজুল কুরআন বিভাগে ভর্তি চলবে বলেও জানান পরিচালক।
কোর্সে রেজিস্ট্রেশন এবং বিস্তারিত তথ্য ও সার্বিক যোগাযোগ করতে কল করুন 01707804121, 01902850229 নাম্বারে।
ঠিকানা: মাদরাসাতুল আযহার বাংলাদেশ (আন্তর্জাতিক মান সম্পন্ন প্রতিষ্ঠান) 
১৫/এ সেক্টর, বাসা-৪২, রোড- ০২, উত্তরা, ঢাকা, বাংলাদেশ
হাআমা/
 
                              
                           
                              
                           
                         
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                        _medium_1760017949.jpg) 
                              _medium_1759926783.jpg) 
                              _medium_1759816321.jpg) 
                              