শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

মিরপুরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে আল-মানার মহিলা মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারী শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে রাজধানীর মিরপুর-১৪, কাফরুলের ইব্রাহিমপুরে অবস্থিত আল-মানার মহিলা মাদরাসা। রুচিশীল পরিবেশ, উন্নত পাঠদান-পদ্ধতি ও আদর্শ মানুষ গড়ার বিশস্ত ঠিকানায় পরিণত হয়েছে মাদরাসাটি।

মাদরাসা সূত্রে জানা গেছে, মাদরাসায় রয়েছে শিশু-কিশোরদের জন্য পড়াশোনার আনন্দদায়ক পরিবেশ, খেলাধুলা, পাঠাগার ব্যবস্থা ও মেধা বিকাশের নানামুখী উদ্যোগ।

সম্প্রতি মাদরাসাটি এক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাদরাসার সকল বিভাগে ভর্তি কার্যক্রম চলবে বলে জানায় কর্তৃপক্ষ।

মাদরাসার বিভাগসমূহ:

  • নূরানী
  • নাজেরা  
  • হিফজুল কুরআন
  • ক্বারিয়ানা ট্রেনিং
  • কিতাব বিভাগ (শিশু শ্রেণি থেকে দাওরায়ে হাদিস) পাশাপাশি প্রাথমিক আরবী 
    বাংলা, গণিত ও ইংরেজিতে সমান গুরুত্ব প্রদান।

মাদরাসার পরিচালক জানান, আলহামদুলিল্লাহ! প্রতি বছরই আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় গৌরবময় ফলাফল করে আসছে। আমাদের আছে দক্ষ অভিজ্ঞ ও দায়িত্বশীল শিক্ষিকাদের একটি টিম। মেধার বিকাশ আন্তরিক শ্রম এবং সুদক্ষ ব্যবস্থাপনার কল্যাণেই আল মানার মহিলা মাদরাসা আজ ফুলে ফলে সুবাসিত। মাদ্রাসার নিজস্ব ক্যাম্পাসে মনোরম ও নিরিবিলি পরিবেশে পাঠদান ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা দ্বারা ক্বারিয়ানা ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। 

তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা পড়াশোনায় আন্তরিক, আমল-আখলাকে অনন্য এবং উস্তাদের প্রতি শ্রদ্ধাশীল । ইলমের বাগানে আপনার সন্তান নিরাপদেই আমলী-আখলাকী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠবে। আপনার আদরের সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার পূর্বে আমাদের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনের আমন্ত্রণ রইল।

মাদরাসায় ভর্তি ও যে কোনো বিষয়ে জানতে এই  01823568418 নাম্বারে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।

ঠিকানা: ৬৪৯/৪, কামালখান সড়ক, ইব্রাহিমপুর, কাফরুল মিরপুর-১৪, ঢাকা।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ